মা‘মার ইবনে হাবীব ইবনে উবায়দ ইবনুল হারিছ (রা)

معمر بن حبيب بن عبيد بن الحارث، الأنصاري

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

মা'মার ইবন হাবীব উবায়দ আল-আনসারী (রা) যুব বয়সেই ইসলাম গ্রহণ করেন। আল-ওয়াকিদীর বর্ণনামতে যুবক বয়সেই তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। 'আকাশ বিন্ত কুদামা ইবন মাজউন (রা)-এর বর্ণনামতে বদর যুদ্ধে কুরায়শ নেতা উমাইয়ার আনসারদের এই যুবক অংশগ্রহণ করে। আয়েশা বিনৃত কুদামা ইবন মাজউন (রা) থেকে বর্ণিত যে, একবার সাফওয়ান ইবন উমাইমা আমার পিতা কুদামা ইবন মাজউন (রা)-কে বললেন, বদর যুদ্ধের দিন আপনি আমার পিতাকে হত্যায় শরীক ছিলেন। তখন আমার পিতা বললেন, না আল্লাহর কসম! আমি তোমার পিতাকে হত্যা করিনি। আমি যদি সত্যিই তাকে হত্যা করতাম তবে তোমার কাছে একজন মুশরিককে হত্যার কারণে কোনরূপ জড়তা বা উযর প্রকাশ করতাম না। সাফওয়ান (রা) বললেন, তবে কে হত্যা করেছে? আমার পিতা বললেন, আমি আনসারদের কয়েকজন যুবককে তার দিকে অগ্রসর হতে দেখেছিলাম, যাদের মধ্যে মা'মার ইবন হাবীব ইবন 'উবায়দ ইবনুল হারিছও ছিল। সে তরবারী উঠিয়ে তাকে আঘাত করে।...

আরবী জীবনী

معمر بن حبيب بن عبيد بن الحارث، الأنصاري. ذكره الواقدي فيمن شهد بدرا وأخرجه من طريق عائشة بنت قدامة بن مظعون قالت قال صفوان بن أمية لأبي أنت المبتلى بأبي يوم بدر قال والله ما فعلت ولو فعلت ما اعتذرت من قتل مشرك قال فمن هو، قال: رأيت فتية من الأنصار أقبلوا إليه منهم معمر بن حبيب بن عبيد بن الحارث يرفع سيفه ويضعه … فذكر قصة....

মা‘মার ইবনে হাবীব ইবনে উবায়দ ইবনুল হারিছ (রা) | মুসলিম বাংলা