ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মালিক ইবনুদ দুখশুম আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, মালিক ইবনুদ-দুখশুম ইব্ন মালিক ইব্ন মিরদাখা ইব্ন গানম ইবন 'আওফ ইব্ন ‘আমর ইবন 'আওফ। ইবন ইসহাক, মূসা ইবন 'উকবা ও ওাকিদীর এক বর্ণনামতে তিনি 'আকাবার শপথে অংশগ্রহণ করেন। মালিক ইবনুদ-দুখশুম (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে তিনি সুহায়ল ইন ‘আমরকে বন্দী করেন। ইয়াহুদীগণ ষড়যন্ত্র ও চক্রান্তমূলকভাবে মাসজিদ-ই দিরার নির্মাণ করলে রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশে তিনি ও মা'ন ইবন 'আদিয়্যি (রা) তা পুড়িয়ে দেন। সাহাবী 'ইতবান ইবন মালিক (রা) তাঁর বিরুদ্ধে মুনাফিকীর অভিযোগ আনয়ন করলে রাসূলুল্লাহ (সা) বললেন সে কি لا إله إلا اللَّه এর সাক্ষ্য দেয় না? সে কি সালাম আদায় করে না? অতঃপর রাসূলুল্লাহ (সা) তাঁর অভিযোগ খণ্ডন করে দেন। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত যে, এরূপ অভিযোগ করায় রাসূলুল্লাহ (সা) বললেনঃ لا تسبوا اصحابي “তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না” (আল-ইসতী'আব, ৩খ, ১৩৫০-১৩৫১)। প্রকৃতপক্ষে তাঁর বিরুদ্ধে মুনাফিকীর... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
مالك بن الدخشم ب د ع: مالك بْن الدخشم بْن مالك بْن غنم بْن عوف بْن عَمْرو بْن عوف وقيل: مالك بْن الدخشم بْن مالك بْن الدخشم بْن مرضخة بْن غنم. شهد العقبة فِي قول: ابن إِسْحَاق، وموسى بْن عقبة، والواقدي. وقال أَبُو معشر: لَمْ يشهد مالك العقبة، وقد روي عن الواقدي أيضا أَنَّهُ لَمْ يشهدها. وشهد بدرا فِي قول الجميع، وهو الَّذِي أسر يَوْم بدر سهيل بْن عَمْرو، وَكَانَ يتهم بالنفاق. وهو الَّذِي قَالَ فِيهِ عتبان بْن مالك لرسول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إنه منافق، فقال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أليس يشهد أن لا إله إلا اللَّه؟ " فقال: بلى، ولا شهادة لَهُ، فقال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أليس يصلي؟ " قَالَ: بلى، ولا صلاة لَهُ، فقال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أولئك الَّذِينَ نهاني اللَّه عنهم ". ولا يصح عَنْهُ النفاق، وقد ظهر من حسن إسلامه ما يمنع من اتهامه. وهو الَّذِي أرسله رَسُول اللَّهِ صَلَّى... বিস্তারিত পড়ুন