ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মু'আওবিয ইবন 'আমর 'আস-সুলামী আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা বানূ সালামা গোত্রের জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। মাতার নাম ছিল হিন্দ বিনত 'আমর ইব্ন হারাম। তাঁর বংশলতিকা হল, মু'আওবিয ইবন 'আমর ইবনিল-জানুহ ইবন সালামা ইবন সা'দ ইব্ন ‘আলী ইব্ন আসাদ ইব্ন সারিদা ইব্ন তাযীদ ইব্ন জুশাম ইবনিল-খাযরাজ। মুসা ইবন 'উকবা ও ওয়াকিদী প্রমুখ ঐতিহাসিকের বর্ণনামতে মু'আও বিধ ইবন 'আমর বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর জীবন-চরিত সম্পর্কে আর তেমন কিছু জানা যায় না।...
আরবী জীবনী
معوذ بن عَمْرو - معوذ بن عَمْرو بْن الجموح بْن زَيْد بْن حرام وأمه هند بِنْت عمرو بن حرام بن ثعلبة بن حرام. شهِدَ بدْرًا فِي رواية مُوسَى بْن عُقْبَةَ وَأَبِي مَعْشَرٍ وَمُحَمَّدِ بْنِ عُمَرَ ولم يذكره محمد بن إسحاق فيمن شهد عنده بدرا. وشهد أحدا وليس له عقب....