মু‘আওবিয ইবনুল হারিছ আল-জুমাহী (রা)

معاذ بن الحارث بن رفاعة

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

মু'আওবিয ইবনুল হারিছ আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা রাসূলুল্লাহ (সা)-এর মাতুল বানূ নাজ্জার গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম ছিল 'আফরা বিন্ত ‘উবায়দ, তদনুযায়ী তিনি মু'আওবিয ইবনুল আফরা হিসেবেও পরিচিত। তাঁর বংশলতিকা হল, মু'আওবিয ইবনুল হারিছ ইব্‌ন রিফা'আ ইবনিল-হারিছ ইবন 'আসওয়াদ ইব্‌ন মালিক ইব্‌ন গানম ইবন মালিক আন-নাজ্জারী আল-খাযরাজী। মু'আওবিয ইবনুল হারিছ (রা) ‘আকাবার শপথানুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর অপর দুই ভাই 'আওফ ও মুআয ইবনুল হারিছ (রা)-এর সাথে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন তখন বয়সে তরুণ। বীরত্বের সাথে লড়াই করে তিনি ও তদীয় ভাই মু'আয (রা) কাফির ও কুরায়শদের শীর্ষস্থানীয় নেতা আবূ জাহলকে হত্যা করেন। অবশেষে লড়াই করতে করতে বদর যুদ্ধেই তিনি তাঁর প্রতিপক্ষ মুসাফি'-এর হাতে শহীদ হন।...

আরবী জীবনী