মু‘আয ইবনে ‘আমর ইবনুল জামুহ আল-খাযরাজী (রা)

مُعَاذُ بنُ عَمْرِو بنِ الجَمُوْحِ بنِ كَعْبٍ الأَنْصَارِيُّ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

মু'আয ইবন 'আমর ইবনিল জামুহ আল-আনসারী (রা), মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ সালামা গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা 'আমর ইবনুল জামূহও একজন খ্যাতনামা সাহাবী ছিলেন। মাতার নাম হিন্দ বিনত 'আমর ইবন হারাম। তাঁর বংশলতিকা হল, মু'আয ইবন 'আমর ইবনিল জামুহ ইব্‌ন যায়দ ইব্‌ন হারাম ইবন কা'ব ইব্‌ন গানম ইবন কা'ব ইবন সালামা আল- খাযরাজী 'আস-সালামী। মু'আয ইবন 'আমর (রা) আকাবার শপথানুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি একজন সাহসী বীর ছিলেন। বদর ও উহুদ যুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়াই করেন। তিনি ছিলেন বদর যুদ্ধে কুরায়শ নেতা আব্ জাহলকে হত্যাকারীদের একজন অবশ্য অন্য বর্ণনায় দেখা যায় যে, মু'আওবিয ও মু'আয ইবন 'আফরা ভ্রাতৃদ্বয় আবূ জাহলকে হত্যা করেন। তিনি বর্ণনা করেনঃ বদর যুদ্ধের দিন আমি শুনতে পেলাম, লোকেরা বলছে, আজ আবুল হাকামের কাছেও ঘেঁষা যাবে না। তখন আমি তাকেই লক্ষ্য বানিয়ে তার দিকে অগ্রসর হলাম। অতঃপর বাগে পেয়ে তরবারি দ্বারা তার পায়ে সজোরে আঘাত করলাম। অতঃপর আবূ জাহলের পা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং সে ভূলুণ্ঠিত... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

مُعَاذُ بنُ عَمْرِو بنِ الجَمُوْحِ بنِ كَعْبٍ الأَنْصَارِيُّ الخَزْرَجِيُّ، السَّلَمِيُّ، المَدَنِيُّ، البَدْرِيُّ، العَقَبِيُّ، قَاتِلُ أَبِي جَهْلٍ. قَالَ جَرِيْرُ بنُ حَازِمٍ: عَنِ ابْنِ إِسْحَاقَ: مُعَاذُ بنُ عَمْرِو بنِ الجَمُوْحِ بنِ زَيْدِ بنِ حَرَامِ بنِ كَعْبِ بنِ غَنْمِ بنِ كَعْبِ بنِ سَلِمَةَ، شَهِدَ بَدْراً. رَوَى عَنْهُ: ابْنُ عَبَّاسٍ، وَعَاشَ إِلَى أَوَاخِرِ خِلاَفَةِ عُمَرَ.وَفِي (الصَّحِيْحَيْنِ) مِنْ طَرِيْقِ يُوْسُفَ بنِ المَاجِشُوْنِ، أَنْبَأَنَا صَالِحُ بنُ إِبْرَاهِيْمَ بنِ عَبْدِ الرَّحْمَنِ بنِ عَوْفٍ، عَنْ أَبِيْهِ، عَنْ جَدِّهِ، قَالَ: إِنِّي لَوَاقِفٌ يَوْمَ بَدْرٍ فِي الصَّفِّ، فَنَظَرْتُ، فَإِذَا أَنَا بَيْنَ غُلاَمَيْنِ مِنَ الأَنْصَارِ حَدِيْثَةٌ أَسْنَانُهُمَا، فَتَمَنَّيْتُ أَنْ أَكُوْنَ بَيْنَ أَضْلُعٍ مِنْهُمَا. فَغَمَزَنِي أَحَدُهُمَا، فَقَالَ: يَا عَمّ! أَتَعْرِفُ أَبَا جَهْلٍ؟ قُلْتُ: نَعَمْ، وَمَا حَاجَتُكَ؟ قَالَ: أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُوْلَ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوْتَ الأَعْجَلُ مِنَّا. فتعجَّبْتُ لِذَلِكَ. فَغَمَزَنِي الآخَرُ، فَقَالَ مِثْلَهَا، فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ وَهُوَ يَجُوْلُ فِي النَّاسِ، فَقُلْتُ: أَلاَ تَرَيَانِ؟ هَذَا صَاحِبُكُمَا. قَالَ: فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا حَتَّى قَتَلاَهُ، ثُمَّ انْصَرَفَا إِلَى النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-... বিস্তারিত পড়ুন