ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মু‘আয ইব্ন মাইদ আয-যুরাকী আল-আনসারী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানু যুরায়ক-এ জন্মগ্রহণ করেন। কেউ কেউ তাঁর পিতার নাম মি'আদ আবার কেউ কেউ নাইদ বলে উল্লেখ করেছেন। তাঁর বংশলতিকা হল, মু'আয ইব্ন মাইদ ইবন মাইসারা (মতান্তরে কায়স) ইবন খালদা ইবন 'আমির ইবন যুরায়ক আল-আনসারী আল-খাযরাজী। ইবন ইসহাক ও মূসা ইবন ‘উকবার বর্ণনামতে মু'আয মাইদ (রা) বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। কারো কারো মতে তিনি বদর যুদ্ধে গুরুতর আহত হন। সে আঘাতের ফলে তিনি মদীনায় ইন্তিকাল করেন। কিন্তু ওয়াকিদীর বর্ণনামতে তিনি উহুদ যুদ্ধেও অংশগ্রহণ করেন এবং নবুওয়াতের ৩৬ মাস পর সংঘটিত বি'র মা'উনার যুদ্ধে শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন একজন অশ্বারোহী যোদ্ধা। আবূ আইয়াশ আয-যুরাকী (রা) ঘোড়া হতে পড়ে অশ্বারোহণে অক্ষম হয়ে গেলে রাসূলুল্লাহ (সা) তাঁর ঘোড়াটি মু'আয ইবন মাইদ (রা)-কে দেন। ইব্ন মান্দা মুহাম্মদ ইবন তালহার সূত্রে বর্ণনা করেন যে, 'উয়ায়না ইব্ন হিসন- এর নেতৃত্বে একদল লোক রাসূলুল্লাহ (সা)-এর উষ্ট্রসমূহ লুণ্ঠন করে নিয়ে গেলে তাঁদের পশ্চাদ্ধাবনের জন্য রাসূলুল্লাহ (সা)... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
معاذ بن ماعص: ويقال ابن معاص، ويقال ابن ناعص، بالنون، ابن ميسرة بن خلدة بن عامر بن زريق، أخو عباد الأنصاريّ الزرقيّ. قال ابْنُ إسْحَاقَ، وموسى بن عقبة: شهد معاذ بَدْرًا. وروى الواقديَّ، عن يونس بن محمد الظَّفَريّ، عن معاذ بن رفاعة ـــ أن معاذ بن ماعص جُرح ببدر، فمات من جرحه. قال الْوَاقِدِيُّ: والثبت أنه شهد بدرًا وأحُدًا، واستشهد يوم بئر معونة. وذكر ابْنُ مَنْدَه، من طريق إبراهيم بن المنذر، عن محمد بن طلحة التيميّ ـــ أن معاذ بن ماعص كان من جملة الذين خرجوا في طلب الذين ساقوا لِقَاحَ رسول الله صلى الله عليه وآله وسلم مع عُيينة بن حِصْن؛ وكان أميرهم سعيد بن زيد. وكذا أخْرَجَ اْلوَاقِدِيُّ، مِنْ طريق أبي بكر بن أبي الجهم نحو ذلك. ووقع في مغازي موسى بن عقبة أنه استُشهد يوم مؤتة، وفي نسخة منها أن الذي استُشْهد فيها أخوه عباد. (< جـ6/ص 114>)...