ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আল-মুনযির ইব্ন কুদামা আল-আনসারী (রা) মদীনার খ্যাতনামা আওস গোত্রে জন্মগ্রহণ করেন। প্রামাণিক সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, আল মুনযির ইবন কুদামা ইবন 'উরফুজা ইবন কা'ব ইবনিন নাহহাত ইবন কা'ব ইবন হারিছ ইবন গানম ইবন মালিক ইবনিল আওস আল-আনসারী। তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। ওয়াকিনীর বর্ণনামতে তিনি বানু কায়নুকা-এর বন্দীদের প্রহরায় নিয়োজিত ছিলেন। তাঁর জীবনালেখ্য সম্পর্কে আর তেমন কিছু জানা যায় না।...
আরবী জীবনী
المنذر بن عَرْفجة بن كعب، وقيل: المنذر بن قدامة بن عرفجة، وقيل: المُنْذِرُ بن قُدَامة بن الحَارِث الأَنصاري الأَوسي، من بني غنم بن السلم بن مالك: هكذا أورده أبو عمر. ليس له عقب. شهد بدرًا في رواية موسى بن عقبة ومحمّد بن إسحاق وأبي معشر ومحمّد بن عمر وعبد الله بن محمّد بن عمارة الأنصاريّ، وشهد أيضًا أُحُدًا. ذكر الْوَاقِدِيُّ أنه كان على أسارى بني قَيْنُقَاع...