ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আল-মুনযির ইবন মুহাম্মদ আল-আনসারী (রা)-এর উপনাম আবূ 'আবদা মতান্তরে আবূ 'উবায়দা। মদীনার খ্যাতনামা খাযরাজ গোত্রে জন্ম। তাঁর জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, আল মুনযির ইবন মুহাম্মদ ইবন 'উকবা ইবন উহারহা ইবনুল জুলাহ ইবন হারীশ ইন জাহাবা ইবন কুলফা ইন্ন 'আওফ ইবন 'আমর ইবন 'আওফ আল-খাযরাজী আল-আনসারী। তাঁর মাতা ছিলেন হুযাইল গোত্রের শাখা বানু কুরদা গোত্রের মহিলা। রাসূলুল্লাহ (সা) আল- মুনযির ইবন মুহাম্মদ (রা)-কে ডুকায়ল ইবনুল হারিছ ইবনিল-মুত্তালিবের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। আল-মুনযির (রা) রাসূলুল্লাহ (সা)-এর সাথে বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বি'র মা' উনার ঘটনায় শাহাদাত বরণ করেন। (এ সম্পর্কে আরও দ্র. আল-মুনযির ইবন আমর আল-আনসারী নিবন্ধ)।...
আরবী জীবনী
المنذر بن محمد - المنذر بن محمد بن عقبة بن أحيحة بْن الجلاح بْن حريش بْن جحجبا. ويكنى أَبَا عبدة وأمه من آل أبي قردة من هذيل. قَالَ وآخى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَهُ وبين الطفيل بْن الْحَارِث بْن المطلب. وقتل المنذر يوم بئر معونة شهيدًا وليس له عقب. ولأحيحة عقب من غيره. وقد كان المنذر شهِدَ بدْرًا واحدا. وَمِنْ بَنِي أُنَيْفِ بْنِ جُشَمَ بْنِ عَائِذِ اللَّهِ مِنْ بَلِيٍّ حُلَفَاءِ بني جحجبا بْن كلفة...