যাকওয়ান ইব্ন ‘আব্দ কায়স আল-খাযরাজী (রা)
ذَكْوَانُ بْنُ عَبْدِ قَيْسِ بْنِ خَالِدِ بْنِ عَامِرِ بْنِ زُرَيْقٍ الْأَنْصَارِيُّ
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
যাকওয়ান ইব্ন 'আব্দ কায়স আল-আনসারী (রা) মদীনার সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। মদীনার খাযরাজ গোত্রের শাখা বানু ঘুরায়ক-এ তাঁর জন্ম। উপনাম আবুস-সাবু। তাঁর মাতা ছিলেন আশজা' গোত্রের মহিলা। তাঁর বংশলতিকা হল, যাকওয়ান ইবন 'আবদ কায়স ইবন খালদা ইবন মাখলাদ ইবন 'আমির ইবন যুরায়ক আল-আনসারী আল-খাযরাজী। ‘আস'আদ ইবন যুরারা ও তিনি মদীনা হতে মক্কায় গমন করেছিলেন কুরায়ণ-এর বিশিষ্ট নেতা উতবার নিকট যাওয়ার পূর্বেই পথিমধ্যে তাঁরা রাসূলুল্লাহ (সা)-এর কথা শুনে তাঁর নিকট গমন করলেন। রাসূলুল্লাহ (সা) তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং কুরআন তিলাওয়াত করে শুনালেন । ফলে তাঁরা উভয়েই ইসলাম গ্রহণ করলেন এবং 'উতবার নিকট না গিয়ে মদীনায়। প্রত্যাবর্তন করলেন। মদীনার মধ্যে তাঁরা দু'জনই হলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। অতঃপর যাকওয়ান (রা) ‘আকাবার উভয় শপথ গ্রহণে অংশ নেন। এরপর তিনি মদীনা হতে হিজরত করে মক্কায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট গমন করে থাকেন সেখানে অবস্থান করতে থাকেন। রাসূলুল্লাহ (সা) মদীনায় হিজরত করলে যাকওয়ান (রা)-ও তাঁর সাথে মদীনায় হিজরত করেন; এ জন্য তাকে মুহাজির আনসারী সাহেব বলা হতো।... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
ذَكْوَانُ بْنُ عَبْدِ قَيْسِ بْنِ خَالِدِ بْنِ عَامِرِ بْنِ زُرَيْقٍ الْأَنْصَارِيُّ، بَدْرِيٌّ عَقَبِيٌّ، اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَكَانَ أَحَدَ مَنْ خَرَجَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ مُهَاجِرًا إِلَى اللهِ يُكْنَى: أَبَا السَّبُعِ، وَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ يَطَأُ بِقَدَمِهَ غَدًا خَضِرَةَ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَيْهِ» ، وَكَانَ خَرَجَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ مُهَاجِرًا إِلَى اللهِ تَعَالَى، وَهُوَ ذَكْوَانُ بْنُ عَبْدِ قَيْسِ بْنِ خَالِدِ بْنِ عَامِرِ بْنِ زُرَيْقٍ - حَدَّثَنَا فَارُوقٌ الْخَطَّابِيُّ، ثنا زِيَادُ بْنُ الْخَلِيلِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، ثنا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ: ثنا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ «الْعَقَبَةَ» ، مِنَ الْأَنْصَارِ، مِنْ بَنِي زُرَيْقٍ: ذَكْوَانُ بْنُ عَبْدِ قَيْسِ بْنِ خَالِدٍ - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ خَالِدٍ الْحَرَّانِيُّ، ثنا أَبِي، ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ «الْعَقَبَةَ» مِنَ الْأَنْصَارِ، مِنْ بَنِي زُرَيْقٍ: ذَكْوَانُ بْنُ عَبْدِ قَيْسِ بْنِ خَالِدٍ،... বিস্তারিত পড়ুন