যিয়াদ ইবন কা‘ব ইবন ‘আমর আল-জুহানী (রা)

زياد بْن كعب

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

যিয়াদ ইবন কা'ব আল আনসারী (রা) ছিলেন খাযরাজ গোত্রের শাখা বানু সাইদা ইবন কা'ব গোত্রের মিত্র। তাঁর বংশলতিকা হল, যায়দ ইবন কা'ব ইবন 'আমর ইবন 'আপিয়্যি ইবন গানম ইবন-রিবা'আ ইবন রাশদান ইবন কায়স ইবন জুহায়না আল-আনসারী আল-জুহানী। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তার জন্ম ও মৃত্যু তারিখ এবং জীবন চরিত সম্পর্কে তেমন কিছু জানা যায় না।...

আরবী জীবনী

زياد بْن كعب - زياد بْن كعب بْن عَمْرو بْن عدي بْن عامر بْن رفاعة بْن كليب بْن مودعة بْن عدي بْن غنم بْن الرَّبْعَةِ بْنِ رَشْدَانَ بْنِ قَيْسِ بْنِ جُهَيْنَةَ. شهِدَ بدْرًا وأحدًا وتُوُفِّي وليس له عقب....