ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
যিয়াদ ইব্ন লাবীদ আল-আনসারী (রা)-এর উপনাম আবূ 'আবদিল্লাহ । মদীনার খাযরাজ গোত্রের শাখা বানু বায়াদায় জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, যিয়াদ ইবন লাবীদ ইবন ছা'লাবা ইবন সিনান ইবন 'আমির ইবন 'আদিয়িা ইবন উমাইয়া ইবন বায়াদা ইবন 'আমির ইবন যুৱায়ক ইবন 'আবদ হারিছা ইবন মালিক ইবন গাদৰ ইবন জুশাম ইবনুল খাযরাজ আল বায়ানী। তাঁর মাতার নাম 'আমর বিনত 'উবায়দ ইবন মাতরুফ। যিয়াদ ইবন লাবীদ (রা) মদীনায় প্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম। ইসলাম গ্রহণ করার পর তিনি ফারওয়া, ইবন 'আমর (রা)-এর সাথে একত্র হয়ে বানূ বায়াদা গোত্রের মূর্তি ভেঙ্গে ফেলতেন। তিনি 'আকাবার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মক্কায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট অবস্থান করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা)-এর সাথে হিজরত করে মদীনায় প্রত্যাবর্তন করেন। এ জন্য তাঁকে মুহাজির ও আনসার বলা হতো। তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। যুদ্ধে পারদর্শীতার সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে প্রশাসনিক দক্ষতাও ছিল। তাই রাসূলুল্লাহ (সা) তাঁকে হাদরামাউত-এর গভর্নর নিযুক্ত... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
زِيَادُ بْنُ لَبِيدِ - زِيَادُ بْنُ لَبِيدِ بْنِ ثَعْلَبَةَ بْنِ سِنَانِ بْنِ عَامِرِ بْنِ عَدِيِّ بْن أمية بْن بياضة. ويكنى أَبَا عَبْد الله وأمه عمرة بِنْت عُبَيْد بْن مطروف بن الحارث بن زيد بن عبيد بن زَيْد مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ مِنَ الأَوْسِ. وكان لزياد بْن لبيد من الولد عَبْد الله وله عقب بالمدينة وبغداد. وشهد زياد العقبة مع السبعين من الأَنْصَار فِي روايتهم جميعًا. وكان زياد لمّا أسلم يكسر أصنام بني بياضة هُوَ وفروة بْن عَمْرو. وخرج زياد إِلَى رسول الله - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بمكّة فأقام معه حَتَّى هَاجَرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إلى المدينة فهاجر معه. فكان يُقَالُ زياد مهاجري أنصاري. وشهد زياد بدْرًا وأحدًا والخندق والمشاهد كلها مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ دِينَارٍ عَنْ مُوسَى بْنِ عِمْرَانَ بْنِ مَنَّاحٍ قَالَ: تُوُفِّيَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ... বিস্তারিত পড়ুন