য়াযীদ ইব্‌ন ‘আমির ইব্‌ন হাদীদ আস-সালামী (রা)

يزيد بن عامر الأنصاري

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

য়াযীদ ইব্‌ন ‘আমির আল-আনসারী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ সালামায় জন্মগ্রহণ করেন। তাঁর উপনাম আবুল মুনযির। বংশলতিকা হল, য়াযীদ ইবন 'আমির ইব্‌ন হাদীদ ইবন 'আমর ইব্‌ন সাওয়াদ ইব্‌ন গানম ইন কা'ব ইবন সালামা আল-আনসারী আল-খাযরাজী 'আস-সালামী। তাঁর মাতার নাম ছিল যায়নাব বিনত 'আমর ইবন সিনান। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহারী কুতবা ইবন 'আমির (রা) ছিলেন তাঁর ভাই। ঐতিহাসিক ও সীরাতবিদদের সর্বসম্মত বর্ণনা অনুযায়ী য়াযীদ ইব্‌ন ‘আমির (রা) আনসাদের ৭০ জন সাহাবী 'আকাবার দ্বিতীয় শপথানুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি তাঁদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। ‘আবদুর রহমান ও আল-মুনযির নামে তাঁর দুই পুত্র ছিল, যাদের মাতা ছিলেন 'আয়িশা বিন্ত হুয়ায়্যি (মতান্তরে জুরায়ি) ইবন 'আমর। তিনি ছিলেন আওস বংশের মহিলা। মদীনা ও বাগদাদে তাঁর বংশধর ছিল।...

আরবী জীবনী

يزيد بن عامر الأنصاري ب د ع: يزيد بن عَامِر بن حديدة بن غنم بن سواد بن غنم بن كعب بن سلمة الأنصاري الخزرجي السلمي شهد العقبة، وبدرا، وأحدا. (1733) أخبرنا ابن السمين، بإسناده، عن يونس، عن مُحَمَّد، فيمن شهد العقبة من بني سلمة: يزيد بن عَامِر بن حديدة بن غنم بن سواد (1734) وبهذا الإسناد فيمن شهد بدرا قَالَ: ومن بني سواد بن غنم، ثُمَّ من بني حديدة: أَبُو المنذر يزيد بن عَامِر بن حديدة. أخرجه الثلاثة...