ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
য়াযীদ ইবনুল মুনযির আল-আনসারী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ সালামায় জন্মগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম, মৃত্যু ও ইসলাম গ্রহণের সঠিক তারিখ জানা যায় না। বংশলতিকা হল, য়াযীদ ইবনুল মুনযির ইব্ন সাহ ইবন খুনাস ইবন সিনান ইবন 'উবায়দ ইব্ন ‘আদিয়্যি ইব্ন গানম ইবন কা'ব ইবন সালামা আল-আনসারী। 'আকাবার দ্বিতীয় বায়আতে যে ৭০ জন মদীনাবাসী অংশগ্রহণ করেন তিনি ছিলেন তাঁদের অন্যতম। রাসূলুল্লাহ (সা) তাঁর সাথে 'আদী ইবন কা'ব শাখা গোত্রের মিত্র 'আমির ইবন রাবী'আ (রা)-কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর কোন বংশধর ছিল না। কুলজি বিশারদ 'আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন 'আম্মারা আল-আনসারী উল্লেখ করেছেন যে, সাম্প্রতিকালে কেউ কেউ স্বাধীন ইবনুল মুনযির (রা)-এর বংশধর বলে দাবি করেন; কিন্তু প্রকৃতপক্ষে তা ভ্রান্ত।...
আরবী জীবনী
يزيد بن المنذر ب د ع: يزيد بن المنذر بن سرح بن خناس بن سنان بن عُبَيْد بن عدي بن غنم بن كعب بن سلمة الأنصاري الخزرجي السلمي شهد: العقبة، وبدرا، وأحدا. (1741) أخبرنا عُبَيْد الله بن أحمد، بإسناده، عن يونس، عن ابن إسحاق، فِي تسمية من شهد بدرا من بني خناس بن سنان بن عُبَيْد بن غنم بن كعب بن سلمة: يزيد بن المنذر بن سرح بن خناس. أخرجه الثلاثة خناس: بضم الخاء المعجمة، وبالنون الخفيفة، وسرح: بفتح الْسين المهملة، وسكون الرَّاء وآخره حاء مهملة....