রাফি‘ ইব্‌ন য়াযীদ ইব্‌ন কুরয আল-আওসী (রা)

رافع بْن يزيد

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

রাফি' ইবন য়াযীদ আল-আনসারী (রা) মদীনার আওস গোত্রের শাখা বানূ যা'উরায় জন্মগ্রহণ করেন। তার মাতার নাম 'আকরাব বিন্ত মু'আয ইবনুন- নু'মান। মুহাম্মদ ইবন ইসহাক, মূসা ইব্‌ন 'উকবা, আবূ মা'শার ও মুহাম্মদ ইবন ‘উমর-এর বর্ণনা মতে তাঁর পিতার নাম য়াযীদ। আবূ মা'শার ও মুহাম্মদ ইব্‌ন ইসহাকের অপর এক বর্ণনামতে তাঁর পিতার নাম যায়দ। কিন্তু 'আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইবন ‘আম্মারা আল-আনসারী, যিনি আনসারদের বংশলতিকা, সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ছিলেন, তিনি প্রথম মতটিকেই সমর্থন করেছেন। রাফি' ইবন য়াযীদ (রা)-এর বংশলতিকা হল, রাফি' ইব্‌ন য়াযীদ ইবন কুরয ইবন সাকান ইবন যা'উরা' ইবন আবদিল আশহাল আল-আনসারী আল আওসী। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধেই (শাওয়াল ৩ হি.) শাহাদাত বরণ করেন। উসায়দ ও 'আবদুর রাহমান নামে তাঁর দুই পুত্র ছিল যাদের মাতার নাম ছিল 'আকরাব বিত সালামা ইবন ওয়াকশ। রাফি ইবন য়াযীদ (রা)-এর বংশধর পরবর্তীকালে বিলুপ্ত হয়ে যায়।...

আরবী জীবনী

رافع بْن يزيد - رافع بْن يزيد بْن كرز بْن سكن بْن زعوراء بْن عَبْد الأشهل وأمه عقرب بِنْت مُعَاذ بن النعمان بن امرئ القيس بن زيد بْن عَبْد الأشهل أخت سعد بْن مُعَاذ. وكان لرافع من الولد أسيد. قُتِلَ يوم الحرة. وعبد الرَّحْمَن. وأمهما عقرب بِنْت سلامة بْن وقش بْن زغبة بْن زعوراء بْن عَبْد الأشهل أخت سَلَمَة بْن سلامة بْن وقش. ولقد انقرض وُلِدَ رافع بْن يزيد وانقرض وُلِدَ زعوراء بْن عبد الأشهل جميعا فلم يبق منهم أحد. وشهد رافع بْن يزيد بدْرًا وأحدًا وقتل يوم أحد شهيدا فِي شوَّال عَلَى رأس اثنين وثلاثين شهرا. وكان مُحَمَّد بْن إِسْحَاق وموسى بْن عُقْبَة وأبو معشر ومحمد بْن إِسْحَاق يقولان: رافع بْن زَيْد. وخالفهم عبد الله بن محمد بن عمارة الأنصاري. وكان عالمًا بنسب الأَنْصَار. فقال: ليس فِي بني زعوراء سكن وإنما سكن فِي بني امرئ القيس بْن زَيْد بْن عَبْد الأشهل. وقال: هُوَ رافع بْن يزيد بن كرز بْن زعوراء... বিস্তারিত পড়ুন