রিফা‘আ ইব্‌ন আবদিল মুনযির আল-আওসী (রা)

رفاعة بْن عَبْد المنذر

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

রিফা'আ ইবন আবদিল মুনযির আল-আনসারী (রা) আবূ লুবায়ব ইবন আবদিল-মুনযির (রা)-এর ভ্রাতা। মাতার নাম নুসায়বা বিত যায়দ ইবন দুবায়'আ। মদীনার প্রখ্যাত আওস গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশ লতিকা হল, রিফা'আ ইবন আবদিল মুনযির ইব্‌ন রিফা'আ ইব্‌ন যানবার ইবন উমাইয়া ইবন যায়দ ইবন মালিক ইবন 'আওফ ইবন 'আমর ইবন আওফ ইবন মালিক ইবনিল আওস আল-আনসারী আল-আওসী। "আকাবার দ্বিতীয় বায়'আতে ৭০ জন আনসার সাহাবীর সাথে রিফা'আ ইবন 'আবদিল-মুনযির (রা) ও অংশগ্রহণ করেন। তিনি বদর ও উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধে (৩ হি. শাওয়াল) শাহাদাত বরণ করেন। অপর এক বর্ণনামতে তিনি খায়বার যুদ্ধে শহীদ হন। মুবাশশির নামে তাঁর অপর এক ভাই বদর যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। মুলায়কা নামে তাঁর এক কন্যা ছিল, যার মাতা ছিলেন জাবয়া বিনতুন- নু'মান ইবন 'আমির। সাহাবী ‘উমর ইবন আবী সালামা আল-মাখযূমী (রা) মূলায়কাকে বিয়ে করেন।...

আরবী জীবনী

رفاعة بْن عَبْد المنذر - وأخوه رفاعة بْن عَبْد المنذر بْن رفاعة بْن زنبر بن أمية بْن زَيْد بْن مالك بْن عوف بن عمرو بن عوف وأمه نسيبة بِنْت زَيْد بْن ضبيعة بْن زَيْد. وكانت له ابْنَة تدعى مليكة تزوجها عُمَر بْن أبي سَلَمَة بْن عَبْد الأسد المخزومي وأمها ظبية بِنْت النُّعمان بْن عامر بْن مجمع بْن العطاف بْن ضبيعة بْن زيد. وشهد رفاعة بن عبد المنذر العقبة مع السبعين من الأَنْصَار فِي رواية موسى بن عقبة ومحمد بن إسحاق وأبي معشر ومحمد بْن عُمَر. وشهد بدْرًا وأحدا وقتل يوم أحد شهيدا فِي شوَّال عَلَى رأس اثنين وثلاثين شهرا مِن الهجرة. وليس له عقب....