সাওয়াদ ইবন গাযিয়্যা আল-বালাবী (রা)

سواد بن غزية

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সাওয়াদ ইব্‌ন গাযিয়্যা আল-আনসারী (রা) মদীনায় জন্মগ্রহণ করেন। জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। কারো কারো মতে তিনি খাযরাজ গোত্রের শাখা বানু 'আদিয়িা ইবনুন নাজ্জার গোত্রভুক্ত। আর ইবন সা'দ-এর বর্ণনামতে তিনি উক্ত গোত্রের মিত্র বালিয়্যি ইবন 'আমর গোত্রের লোক। তাঁর বংশলতিকা হল, সাওয়াদ ইবন গামিয়্যা ইবন ওয়াহাব ইবন বালিয়া ইবন 'আমর ইবনিল হাফ ইব্‌ন কুদা'আ। সাওয়াদ ইব্‌ন গাযিয়্যা (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধের দিন তিনি খালিদ ইবন হিশাম আল-মাখযুমীকে বন্দী করেন। বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ (সা) একটি ছোট লাঠি (মতান্তরে মিসওয়াক ) হাতে নিয়ে যখন লাইন সোজা করছিলেন, সাওয়াদ ইবন গাথিয়্যা (রা) তখন লাইন হতে কিছুটা সম্মুখে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ (সা) স্বীয় হাতের লাঠি দ্বারা তাঁর পেটে মৃদু আঘাত করে বললেন, সোজা হয়ে দাঁড়াও, হে সাওয়াদ! সাওয়াদ (রা) বললেন, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, ইয়া রাসূলাল্লাহ! অথচ আল্লাহ আপনাকে সত্য দীন। (হাক্ক) দিয়ে প্রেরণ করেছেন। তাই আমাকে এর বদলা... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سواد بن غزية ب: سواد بْن غزية الأنصاري من بني عدي بْن النجار، وقيل: هو حليف لهم، من بني بلي بْن عمرو بْن الحاف بْن قضاعة. شهد بدرًا، والمشاهد بعدها، وهو الذي أسر خَالِد بْن هشام المخزومي يَوْم بدر، وهو كان عامل رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ علي خيبر، فأتاه بتمر جنيب، قد اشترى منه صاعًا بصاعين من الجمع. (596) أخبرنا أَبُو جَعْفَرِ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ بِإِسْنَادِهِ، عن يُونُسَ بْنِ بُكَيْرٍ، عن ابْنِ إِسْحَاقَ، قَالَ: حدثنا حِبَّانُ بْنُ وَاسِعٍ، عن ++ أَشْيَاخٍ مِنْ قَوْمِهِ: أَنَّ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَدَلَ الصُّفُوفَ يَوْمَ بَدْرٍ، وَفِي يَدِهِ قِدْحٌ يُعَدِّلُ بِهِ الْقَوْمَ، فَمَرَّ بِسَوَادِ بْنِ غَزِيَّةَ، حَلِيفِ بَنِي عَدِيِّ بْنِ النَّجَّارِ، وَهُوَ مُسْتَنْتِلٌ مِنَ الصَّفِّ، فَطَعَنَهُ رَسُول اللَّهِ بِالْقِدْحِ فِي بَطْنِهِ، وَقَالَ: اسْتَوِ يَا سَوَادُ، فَقَالَ: يَا رَسُول اللَّهِ، أَوْجَعْتَنِي، وَقَدْ بَعَثَكَ اللَّهُ بِالْحَقِّ، فَأَقِدْنِي. فَكَشَفَ رَسُول اللَّهِ عن بَطْنِهِ، وَقَالَ: " اسْتَقْدِ ". فَاعْتَنَقَهُ، وَقَبَّلَ بَطْنَهُ، وَقَالَ: " مَا حَمَلَكَ عَلَى هَذَا يَا... বিস্তারিত পড়ুন