সা‘দ ইবনে মু‘আয ইবনুন নু‘মান আল-আওসী (রা)

سَعْدُ بنُ مُعَاذِ بنِ النُّعْمَانِ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সা‘দ ইবন মু‘আয ইবনুন নু‘মান আল-আওসী (রা) একজন নেতৃস্থানীয় আনসার সাহাবী। উপনাম আবূ 'আমর। মাতার নাম কাবশা বিনৃত রাফি' ইবন মু'আবিয়া, যিনি ছিলেন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরী (রা)-এর চাচাতো বোন। তিনিও মুসলমান হন এং রাসূলুল্লাহ (সা)-এর নিকট বায়'আত গ্রহণ করেন। মদীনার খ্যাতনামা আওস গোত্রের সর্ববৃহৎ ও সর্বপ্রধান শাখা বানু 'আবদিল আশহাল-এর এক সম্ভ্রান্ত পরিবারে সা'দ ইবন মু'আয (রা) আনুমানিক ৫৮৯ খৃ. জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, সা'দ ইবন মু'আয ইবন নু'মান ইবন ইমরিইল কায়স ইবন যায়দ ইব্‌ন আবদিল আশহাল ইবন জুশ্ম ইবনুল হারিছ ইবন খাযরাজ ইবনুন নাবীত (“আমর) ইবন মালিক ইবনিল আওস আল-আনসারী আল-আওসী। হযরত সা'দ ইবন মু'আয (রা) ছিলেন আবদুল আশহাল গোত্রের নেতা। তাঁর পূর্বপুরুষ সকলেই স্ব স্ব সময়কালে উক্ত গোত্রের নেতা ছিলেন। তাঁর পিতা মু'আয ইবনুন-নু'মান জাহিলী যুগেই ইন্তিকাল করেন। মাতা কাবশা (রা) রাসূলুল্লাহ (সা)-এর হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেন এবং সা'দ (রা)-এর ইন্তিকালের পরও দীর্ঘদিন জীবিত ছিলেন। হযরত মুস'আব ইবন... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سَعْدُ بنُ مُعَاذِ بنِ النُّعْمَانِ بنِ امْرِئِ القَيْسِ الأَنْصَارِيُّ ابْنِ زَيْدِ بنِ عَبْدِ الأَشْهَلِ. السَّيِّدُ الكَبِيْرُ، الشَّهِيْدُ، أَبُو عَمْرٍو الأَنْصَارِيُّ، الأَوْسِيُّ، الأَشْهَلِيُّ، البَدْرِيُّ، الَّذِي اهْتَزَّ العَرْشُ لِمَوْتِهِ. وَمَنَاقِبُهُ مَشْهُوْرَةٌ فِي الصِّحَاحِ، وَفِي السِّيْرَةِ، وَغَيْرِ ذَلِكَ. وَقَدْ أَوْرَدْتُ جُمْلَةً مِنْ ذَلِكَ فِي (تَارِيْخِ الإِسْلاَمِ) ، فِي سَنَةِ وَفَاتِهِ. نَقَلَ ابْنُ الكَلْبِيِّ، عَنِ عَبْدِ الحَمِيْدِ بنِ أَبِي عِيْسَى بنِ جَبْرٍ، عَنْ أَبِيْهِ: أَنَّ قُرَيْشاً سَمِعَتْ هَاتِفاً عَلَى أَبِي قُبَيْسٍ يَقُوْلُ: فَإِنْ يَسْلَمِ السَّعْدَانِ يُصْبِحْ مُحَمَّدٌ ... بِمَكَّةَ لاَ يَخْشَى خِلاَفَ المُخَالِفِ فَقَالَ أَبُو سُفْيَانَ: مَنِ السَّعْدَانِ؟ سَعْدُ بَكْرٍ، سَعْدُ تَمِيْمٍ؟ فَسَمِعُوا فِي اللَّيْلِ الهَاتِفَ يَقُوْلُ: أَيَا سَعْدُ سَعْدَ الأَوْسِ كُنْ أَنْتَ نَاصِراً ... وَيَا سَعْدُ سَعْدَ الخَزْرَجِيْنَ الغَطَارِفِ أَجِيْبَا إِلَى دَاعِي الهُدَى وَتَمَنَّيَا ... عَلَى اللهِ فِي الفِرْدَوْسِ مُنْيَةَ عَارِفِفَإِنَّ ثَوَابَ اللهِ لِلطَّالِبِ الهُدَى ... جِنَانٌ مِنَ الفِرْدَوْسِ ذَاتُ رَفَارِفِ فَقَالَ أَبُو سُفْيَانَ: هُوَ -وَاللهِ- سَعْدُ بنُ مُعَاذٍ، وَسَعْدُ بنُ عُبَادَةَ. أَسْلَمَ سَعْدُ بنُ مُعَاذٍ عَلَى يَدِ مُصْعَبِ بنِ عُمَيْرٍ. فَقَالَ ابْنُ إِسْحَاقَ: لَمَّا أَسْلَمَ وَقَفَ عَلَى قَوْمِهِ، فَقَالَ: يَا بَنِي عَبْدِ الأَشْهَلِ! كَيْفَ تَعْلَمُوْنَ أَمْرِي فِيْكُمْ؟ قَالُوا:... বিস্তারিত পড়ুন