সা‘দ ইব্‌ন যায়দ ইবন মালিক আল-আওসী (রা)

سعد بن زيد بن مالك الأوسي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সা'দ ইবন যায়দ আল-আনসারী (রা) মদীনার খ্যাতনামা আওস গোত্রের অন্যতম প্রধান শাখা 'আবদুল-আশহাল এ জন্মগ্রহণ করেন। প্রামাণিক সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর উপনাম আবু আবদিল্লাহ, মাতার নাম 'আমরা বিনত মাস'উদ ইব্‌ন কায়স। তিনিও ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ (সা)-এর নিকট বায়'আত গ্রহণ করেন। সা'দ ইবন যায়দ (রা)-এর বংশলতিকা হল, সা'দ ইবন যায়দ ইবন মালিক ইবন 'আবদ ইবন কা'ব ইবন আবদিল-আশহাল ইবন জুশাম ইবনুল হারিছ ইবন খাযরাজ ইবনুন-নাৰীত ('আমর) ইবন মালিক ইবনুল আওস আল-আনসারী আল-আওসী আল-আশহালী। মুহাম্মদ ইবন 'উমর-এর বর্ণনামতে সা'দ ইবন যায়দ (রা) 'আকাবার দ্বিতীয় বায়'আতে ৭০ জন আনসারসহ অংশগ্রহণ করেন। সীরাতবিদগণের সর্বসম্মত মতে তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে 'আমর ইবন সুরাকা (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। রাসূলুল্লাহ (সা)-এর নিকট তিনি খুবই বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে কুরায়জা গোত্রের কিছু বন্দী বিক্রয় করতে নাজদ প্রেরণ করেন। অতঃপর তিনি তার বিনিময়ে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سعد بن زيد بن مالك الأشهلي ب د ع: سعد بْن زيد بْن مالك بْن عبد بْن كعب بْن عبد الأشهل الأنصاري الأوسي الأشهلي قال عروة، وابن شهاب، وابن إِسْحَاق في تسمية من شهد بدرًا من الأنصار، ثم من بني عبد الأشهل: سعد بْن زيد بْن مالك بْن كعب. روى ابن أَبِي حبيبة، عن زيد بْن سعد، عن أبيه، أن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لما نعيت إليه نفسه، خرج متلفعًا في أخلاق ثياب عليه، حتى جلس عَلَى المنبر، فحمد اللَّه، وأثنى عليه، ثم قال: " أيها الناس، احفظوني في هذا الحي من الأنصار، فإنهم كرشي التي أحل فيها وعيبتي، أقبلوا من محسنهم، وتجاوزوا عن مسيئهم ". رواه أَبُو نعيم وحده. وقال الواقدي وحده: إنه شهد العقبة، تفرد بذلك، وقال غيره: شهد بدرًا والمشاهد كلها مع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو عمر، وذكر هذا سعد بْن زيد بْن مالك الأشهلي: أظنهما اثنين، وسعد بْن زيد هذا الذي بعثه رَسُول اللَّهِ بسبايا من... বিস্তারিত পড়ুন