সালামা ইব্‌ন ছাবিত ইব্‌ন ওয়াকশ আল-আওসী (রা)

سَلَمَة بْن ثابت

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সালামা ইব্‌ন ছাবিত আল-আনসারী (রা)-এর মাতার নাম লায়লা বিনতুল ইয়ামান, যিনি ছিলেন খ্যাতনামা সাহাবী হুযায়ফা ইবনুল - ইয়ামান (রা)-এর ভগ্নী। মদীনার প্রসিদ্ধ আওস গোত্রের অন্যতম প্রধান শাখা বানূ আবদিল- আশহাল-এ সালামা ইবন ছাবিত (রা) জন্মগ্রহণ করেন। তাঁর পিতামাতা উভয়েই সাহাবী হওয়ার গৌরব লাভ করেন। তাঁর বংশলতিকা হল, সালাম ইবন ছাবিত ইব্‌ন ওয়াকশ ইব্‌ন যুগবা ইব্‌ন যা'উরা ইব্‌ন আবদিল আশহাল (আর পূর্ববর্তী পুরুষের তালিকা দ্র. সা'দ ইবন মু'আয (রা) শিরো.)। সালামা ইব্‌ন ছাবিত (রা) বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধেই (৩ হি. শওয়াল) তিনি শাহাদাত লাভ করেন। আবূ সুফিয়ান ইবন হারবের (যিনি পরবর্তীকালে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন) হাতে তিনি শহীদ হন। এ যুদ্ধে তাঁর ভাই ‘আমর ইব্‌ন ছাবিত (রা), পিতা ছাবিত ইব্‌ন ওয়াকশ (রা) ও চাচা রিফা'আ ইবন ওয়াকশ (রা)ও শাহাদাত বরণ করেন। পরবর্তীকালে ওয়াশ ইব্‌ন যুগবার বংশধর একেবারেই বিলুপ্ত হয়ে যায়।...

আরবী জীবনী

سَلَمَة بْن ثابت - سَلَمَة بْن ثابت بْن وقش بن زغبة بن زعوراء بن عبد الأشهل وأمه ليلى بِنْت اليمان. وهو حسيل بْن جَابِر. وهي أخت حُذَيْفة بْن اليمان حلفاء بني عَبْد الأشهل. شهِدَ سَلَمَة بْن ثابت بدْرًا وشهد يوم أحد فقتل يومئذ شهيدًا. قتله أَبُو سُفْيَان بْن حرب بْن أمية وذلك فِي شوَّال عَلَى رأس اثنين وثلاثين شهرا مِن الهجرة. وقتل معه يوم أحد أَبُوهُ ثابت بْن وقش وعمه رفاعة بْن وقش شهيدين مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وليس لسلمة بْن ثابت عقب. وقد انقرض وُلِدَ وقش بْن زغبة جميعًا فلم يبق منهم أحد....