সালামা ইবন সালামা ইব্‌ন ওয়াক্শ আল-আওসী (রা)

سَلَمَةُ بْنُ سَلَامَةَ بْنِ وَقْشٍ الْأَنْصَارِيُّ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সালামা ইবন সালামা ইবন ওয়াকশ (রা)-এর উপনাম আবূ ‘আওফ। মাতার নাম সালাম বিত সালামা ইবন সালামা ইবন খালিদ, যিনি ছিলেন খ্যাতনামা সাহাবী মুহাম্মদ ইবন মাসলামা (রা)-এর ফুফু। মদীনার আওস গোত্রের অন্যতম প্রধান শাখা বানূ আবদিল-আশহাল-এ আনুমানিক ৫৯৫ খৃ. সালামা (রা) জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, সালামা ইবন সালামা ইবন ওয়াকশ ইব্‌ন যুগবা ইব্‌ন যা উরা ইবন আবদিল আশহাল আল- আশহালী আল-আনসারী। সালামা (রা) ছিলেন মদীনার প্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম। তিনি পূর্বোক্ত সালামা বিনত ছাবিত (রা)-এর চাচাতো ভাই। রাসূলুল্লাহ (সা)-এর ইসলাম প্রচারের খবর মদীনায় পৌঁছতেই তিনি ইসলাম গ্রহণ করেন এবং মক্কা গমন করে ‘আকাবার প্রথম ও দ্বিতীয় শপথে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে আবূ সাবরা ইবন আবী রুহম ইব্‌ন আবদিল উয্যা আল-'আমিরী (রা)- এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক-এর বর্ণনামতে যুবায়র (রা) ইবনুল 'আওওয়াম-এর সাথে তাঁর ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপিত হয়। বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধেই তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। ‘উমর (রা) তাঁকে ইয়ামামার গভর্নর... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سَلَمَةُ بْنُ سَلَامَةَ بْنِ وَقْشٍ الْأَنْصَارِيُّ مِنْ أَهْلِ الْعَقَبَةِ، شَهِدَ بَدْرًا، يُكَنَّى أَبَا عَوْفٍ، وَتُوُفِّيَ سَنَةَ خَمْسٍ وَأَرْبَعِينَ، وَقِيلَ: أَرْبَعٍ وَثَلَاثِينَ، وَهُوَ ابْنُ سَبْعِينَ سَنَةً، وَهُوَ الْقَائِلُ: تَدْوِي يَوْمَ بَدْرٍ لَمَّا سَأَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّا فِي بَطْنِ نَاقَتِهِ، فَقَالَ لَهُ سَلَمَةُ: تَدَوَّتْ عَلَيْهَا مَا فِي بَطْنِهَا، فَفِي بَطْنِهَا سَخْلَةُ مِسْكٍ - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ خَالِدٍ، حَدَّثَنِي أَبِي، ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ الْعَقَبَةَ، مِنَ الْأَنْصَارِ، مِنَ الْأَوْسِ، ثُمَّ مِنْ بَنِي عَبْدِ الْأَشْهَلِ: سَلَمَةُ بْنُ سَلَامَةَ بْنِ وَقْشٍ، وَقَدْ شَهِدَ بَدْرًا - حَدَّثَنَا فَارُوقٌ، ثنا زِيَادُ بْنُ الْخَلِيلِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، ثنا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، ثنا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ الْعَقَبَةَ مِنَ الْأَوْسِ، مِنْ بَنِي عَبْدِ الْأَشْهَلِ: سَلَمَةُ بْنُ سَلَامَةَ بْنِ وَقْشٍ، وَشَهِدَ أَيْضًا بَدْرًا - حَدَّثَنَا حَبِيبُ بْنُ الْحَسَنِ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، ثنا إِبْرَاهِيمُ بْنُ... বিস্তারিত পড়ুন