সাহল ইব্‌ন কায়স (রা)

سهل بْن قَيْس

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সাহল ইব্‌ন কায়স (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ সালামায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, সাহল ইব্‌ন কায়স ইব্‌ন আবী কা'ব 'আমর ইবনুল কায়স ইন কা'ব ইবন সাওয়াদ ইবন কা'ব ইবন সালামা আল-আনসারী আল-খাযরাজী “আস-সালামী। তাঁর মাতার নাম ছিল না'ইলা বিন্ত সালামা ইব্‌ন ওয়াশ। সাহল (রা) ছিলেন বিশিষ্ট সাহাবী কবি কা'ব ইবন মালিক (রা)-এর চাচাতো ভাই। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধেই শাহাদাত লাভ করেন। উহুদের পাদদেশে তাঁর কবর রয়েছে। একজন পুরুষ ও একজন মহিলা তাঁর বংশধর হিসেবে জীবিত ছিল। যাঁদের সঠিক নাম জানা যায় না।...

আরবী জীবনী

سهل بْن قَيْس - سهل بْن قَيْس بْن أبي كعب بن القين بن كعب بْن سواد. وأمه نائلة بِنْت سلامة بن وقش بن زغبة بن زعوراء بن عَبْد الأشهل من الأوس. وهو ابن عم كعب بْن مالك بْن أبي كعب بْن القين الشاعر. وشهد سهل بدْرًا وأحدًا وقتل يوم أحد شهيدا فِي شوَّال عَلَى رأس اثنين وثلاثين شهرا مِن الهجرة. وهو صاحب القبر المعروف بأحد. وبقي من عقبه رَجُل وامرأة. ومن سائر بني سَلَمَة...