ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
সুলায়ম ইবন 'আমর আল-আনসারী (রা), কেউ কেউ তাঁর নাম সুলায়মান ইবন 'আমর বলেও উল্লেখ করেছেন, তবে সুলায়মই সঠিক। মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা বানূ সালামায় তিনি জন্মগ্রহণ করেন। প্রামাণিক সূত্রে তাঁর জন্ম তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, সুলায়ম ইব্ন 'আমর (মতান্তরে 'আমির) ইবন কা'ব ইবন সালামা আল-আনসারী 'আস-সালামী। তাঁর মাতার নাম ছিল উম্মু সুলায়ম বিনৃত 'আমর ইবন আব্বাদ। তিনিও ছিলেন। সালামা গোত্রের মহিলা। সুলায়ম ইবন 'আমর (রা) মদীনায় ইসলাম প্রচারের প্রথমদিকেই ইসলাম গ্রহণ করেন। নবুওয়াতের দ্বাদশ বর্ষে ৭০ জন আনসার সাহাবী মক্কায় গমন করত 'আকাবার দ্বিতীয় শপথে অংশগ্রহণ করেন, সুলায়ম (রা) ছিলেন তাঁদের অন্যতম। অতঃপর তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধেই তাঁর আযাদকৃত দাস ‘আনতারাসহ শাহাদাত বরণ করেন। (শাওয়াল ৩ হি.)...
আরবী জীবনী
سليم بن عمرو ب د ع: سليم بْن عمرو بْن حديدة وقيل: سليم بْن عامر بْن حديدة بْن عمرو بْن غنم بْن سواد بْن غنم بْن كعب بْن سلمة الأنصاري السلمي. بايع بالعقبة مع السبعين، شهد بدرًا، وقتل يَوْم أحد شهيدًا، ومعه مولاه عنترة، وقيل: سليمان بْن عمرو، ويرد في سليمان، إن شاء اللَّه تعالى. أخرجه الثلاثة....