ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
সুলায়ম ইব্ন কায়স আল-আনসারী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ নাজ্জার-এ জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, সুলায়ম ইব্ন কায়স ইবন ফাহদ (মতান্তরে ফুহাইদ, তবে ফাহদই প্রসিদ্ধ, ফাহদ-এর প্রকৃত নাম খালিদ) ইব্ন কায়স ইব্ন ছা'লাবা ইব্ন ‘উবায়দ ইব্ন ছা'লাবা ইবন গানম ইবন মালিক ইবনিন-নাজ্জার আল-আনসারী। তাঁর মাতার নাম ছিল উম্মু সুলায়ম বিন্ত খালিদ ইব্ন তু'মা। তিনিও ছিলেন নাজ্জার গোত্রের মহিলা। সুলায়ম (রা)-এর ভগ্নী ছিলেন খাওলা বিন্ত কায়স, যিনি ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর চাচা হামযা ইবন আবদিল মুত্তালিবের স্ত্রী। সুলায়ম ইবন কায়স (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। তিনি হযরত 'উছমান ইব্ন আফফান-এর খিলাফাত আমলে ইন্তিকাল করেন। তাঁর কোন বংশধর নেই।...
আরবী জীবনী
سليم بْن قَيْس - سليم بْن قَيْس بْن قهد. واسم قهد خَالِد بْن قيس بْن ثَعْلَبَة بْن عُبَيْد بْن ثَعْلَبَة بْن غنم. وأمه أم سليم بِنْت خَالِد بْن طعمة بْن سحيم بْن الأسود من بني مالك بْن النّجّار. شهِدَ بدْرًا وأحدًا والخندق والمشاهد كلها مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وتوفي في خلافة عثمان بن عفّان وليس له عقب والعقب لأخيه قَيْس بْن قهد. وبعضهم ينتسب إِلَى سليم لشهوده بدْرًا. وليس لسليم عقب....