ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হামযা ইবনুল হুমায়্যির আল-আনসারী (রা), ইবন ইসহাক তাঁর নাম খারিজা এবং মূসা ইবন উকবা জারিয়া বলে উল্লেখ করেছেন। তিনি ছিলেন আশজা' গোত্রের মিত্র। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর ভাই 'আবদুল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ এবং জীবনচরিত সম্পর্কে তেমন কিছু জানা যায় না।...
আরবী জীবনী
هو الصحابي الجليل حَمْزَةُ بْنُ الْحُمَيِّرِ، اختلف في اسمه؛ فقيل: حَمْزَةُ بْنُ الْحُمَيِّرِ، وقيل: خَارِجَةُ بْنُ الْحُمَيِّرِ، وقيل: حَارِثَةُ بْنُ الْحُمَيِّرِ. من أَشْجَعَ ثُمّ من بَنِي دُهْمَانَ -بَطنٌ من أشْجَع-، حليفٌ لبَنِي عُبيدِ بنِ عَدِيّ الأنصَارِيّ. شهد بدرًا وأُحدًا، وتُوُفِّي وليس ذريّة. فرضي الله عنه....