ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হারিছ ইব্ন আওস আল-আনসারী (রা)-এর উপনাম আবূ আওস। মদীনার প্রখ্যাত আওস গোত্রে জন্ম। আওস গোত্রের সরদার ও খ্যাতনামা সাহাবী সা'দ ইবন মু'আয (রা)-এর ভ্রাতুষ্পুত্র। তাঁর মাতার নাম হিন্দ বিনত সিমাক ইন 'উতায়ক। তিনি ছিলেন উসায়দ ইবনুল হুমায়র (রা)-এর ফুফু। তিনিও রাসূলুল্লাহ (সা)-এর নিকট বায়'আত গ্রহণকারী মহিলা সাহাবীদের অন্যতম। আল-হারিছ (রা)-এর বংশলতিকা হল, আল-হারিছ ইব্ন আওস ইবন মু'আয ইবনুন নু'মান ইবন ইমরিইল-কায়স ইবন যায়দ ইবন আবদিল আশহাল। রাসূলুল্লাহ (সা) আল-হারিছ (রা)-কে 'আমির ইবন ফুহায়রা (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি ইয়াহুদী নেতা কা'ব ইবনুল- আশরাফকে হত্যায় মুহম্মদ ইবন মাসলামা (রা)-এর সাথে সক্রিয় ভূমিকা পালন করেন। এই সময়ে ভুলবশত স্বীয় দলের কোন এক ব্যক্তি কর্তৃক তাঁর পায়ে তরবারির আঘাত লাগলে তিনি আহত হন। অতঃপর সঙ্গীগণ তাঁকে কাঁধে করে রাসূলুল্লাহ (সা)-এর নিকট নিয়ে আসেন। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আবূ ‘উমর-এর বর্ণনামতে উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। তখন তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। কেউ কেউ অবশ্য এ... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
الْحَارِثُ بْنُ أَوْسِ - وَابْنُ أَخِيهِمِا الْحَارِثُ بْنُ أَوْسِ بْنِ مُعَاذِ بْنِ النُّعْمَانِ بن امرئ القيس بن زيد بن عبد الأشهل. ويكنى أَبَا أوس وأمه هند بِنْت سماك بن عتيك بن امرئ القيس بن زَيْد بْن عَبْد الأشهل. وهي عمة أسيد بْن الحضير بْن سماك. وكانت من المبايعات. وليس للحارث بْن أوس عقب. أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ قَالَ: وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ وَابْنِ أَبِي عَوْنٍ قَالَ: وَأَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ قَالُوا: آخَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ الْحَارِثِ بْنِ أَوْسِ بْنِ مُعَاذٍ وَعَامِرِ بْنِ فُهَيْرَةَ. قَالُوا: وَشَهِدَ الْحَارِثُ بْنُ أَوْسٍ بَدْرًا وَكَانَ فِيمَنْ قَتَلَ كَعْبَ بْنَ الأَشْرَفِ وَأَصَابَهُ بَعْضُ أَصْحَابِهِ تِلْكَ اللَّيْلَةِ بِسَيْفِهِ وَهُمْ يَضْرِبُونَ كَعْبًا فَكَلَمَهُ فِي رِجْلِهِ فَنَزَفَ الدَّمَ فَاحْتَمَلَهُ أَصْحَابُهُ حَتَّى أَتَوْا بِهِ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَشَهِدَ بَعْدَ ذَلِكَ... বিস্তারিত পড়ুন