ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হুবাব ইবনুল মুনযির (রা)-এর উপনাম আবূ 'উমার মতান্তরে আবূ 'আমর। মদীনার সুপ্রাচীন গোত্র খাযরাজ-এর শাখা বানূ সালামায় জন্ম। তিনি আনুমানিক ৫৯২ খৃ. জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, হুবাব ইবনুল মুনযির ইবনুল- জাহ ইবন যায়দ ইবন হারাম ইবন কা'ব ইবন গানম ইবন কা'ব ইবন সালাম আল- আনসারী আল-খাযরাজী 'আস-সালামী। তাঁর মাতার নাম ছিল আশ- শামস বিনত হার ইবন আমা। তিনি ছিলেন 'আকাবার নাকীব ও বি'র মাউনার শহীদ আল-মুনযির ইবন 'আমর 'আস-সাইদী-এর মামা। হুবার ইবনুল মুনযির (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে অংশগ্রহণকালে তাঁর বয়স ছিল ৩৩ বছর। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান ও দূরদর্শী এবং যুদ্ধ কৌশল সম্পর্কে বিচক্ষণ। বিভিন্ন যুদ্ধে তাঁর প্রস্তাবিত সমরকৌশল রাসূলুল্লাহ (সা) গ্রহণ করেন। এ জন্য তাঁকে বলা হতো যু’রা-রায় (সঠিক অভিমতের অধিকারী)। বদর যুদ্ধ শুরু হওয়ার পূর্বে রাসুলুল্লাহ (সা) এক স্থানে অবতরণ করে সাহাবীদের নিকট পরামর্শ চাইলেন। তখন হুবাব ইবনুল মুনযির (রা) দাঁড়িয়ে বললেন, ইয়া... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
الْحُبَابُ بْنُ الْمُنْذِرِ - الْحُبَابُ بْنُ الْمُنْذِرِ بْنِ الجموح بن زيد بن حرام بن كعب ويكنى أَبَا عَمْرو وأمه الشموس بِنْت حق بن أمة بن حرام. وكان لحباب من الولد خشرم وأم جميل وأمهما زينب بِنْت صيفي بْن صخر بْن خنساء من بني عُبَيْد بْن سَلَمَة. والحباب هُوَ خال المنذر بْن عَمْرو الساعدي أحد النقباء وهو الَّذِي قُتِلَ يوم بئر معونة. . . أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - اسْتَشَارَ النَّاسَ يَوْمَ بَدْرٍ فَقَامَ الْحُبَابُ بْنُ الْمُنْذِرِ فَقَالَ: نَحْنُ أَهْلُ الْحَرْبِ أَرَى أَنْ نعور الْمِيَاهَ إِلا مَاءً وَاحِدًا نَلْقَاهُمْ عَلَيْهِ. قَالَ وَاسْتَشَارَهُمْ يَوْمَ قُرَيْظَةَ وَالنَّضِيرِ. قَالَ فَقَامَ الْحُبَابُ بْنُ الْمُنْذِرِ فَقَالَ: أَرَى أَنْ نَنْزِلَ بَيْنَ الْقُصُورِ فَنَقْطَعَ خَبَرَ هَؤُلاءِ عَنْ هَؤُلاءِ وَخَبَرَ هؤلاء عن هَؤُلاءِ. فَأَخَذَ رَسُول اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِقَوْلِهِ. أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ عَنْ عُمَرَ... বিস্তারিত পড়ুন