হুরায়ছ ইব্‌ন যায়দ আল-আনসারী (রা)

حريث بن زيد بن عبد ربه

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হুরায়ছ ইবন যায়দ (রা) মদীনার সুবৃহৎ গোত্র খাযরাজ-এর শাখা বানু জুশাম ইবনুল হারিছ-এ জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, হুরায়ছ ইবন যায়দ ইবন ‘আবদ রাব্বিহ ইব্‌ন ছা'লাবা ইবন যায়দ ইবনিল হারিছ আল- আনসারী আল-খাযরাজী। হুরায়ছ (রা) ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী 'আবদুল্লাহ ইব্‌ন যায়দ (রা)-এর ভ্রাতা, যিনি আযান-এর শব্দসমূহ স্বপ্নে দেখেছিলেন। হুরায়ছ ইবন যায়দ (রা) বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রামাণ্য সূত্রে জন্ম ও মৃত্যু তারিখ এবং জীবনচরিত সম্পর্কে তথ্য জানা যায় না। উল্লেখ্য যে, বদর প্রান্তরে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন হযরত রাসূলে কারীম (সা) ব্যতীত ৩১৩ জন। এছাড়া আরো ৮ জন সম্মুখ সমরে অংশ গ্রহণের জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত ছিলেন; কিন্তু সংগত বিভিন্ন কারণে তাঁরা অংশ গ্রহণ করতে পারেননি। তবে রাসূলুল্লাহ (সা) তাদেরকে যুদ্ধে অংশ গ্রহণকারীদের মধ্যে শামিলরূপে গণ্য করেছেন এবং তাঁদেরকে গণীমত সম্পদে অংশ প্রদান করেছেন। তাঁরা হলেন মুহাজিরদের মধ্যে তিনজন এবং আনসারদের মধ্যে পাঁচ জন। মুহাজিরদের তিনজন হলেন : ১. হযরত উছমান... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

حريث بن زيد بن عبد ربه ع ب س: حريث بْن زيد بْن عبد ربه بْن ثعلبة بْن زيد من بني جشم بْن الحارث بْن الخزرج. شهد بدرًا مع أخيه عَبْد اللَّهِ بْن زيد الذي أري الأذان. وشهد أيضًا أحدًا في قول جميعهم، كذا نسبه أَبُو عمر. ونسبه أَبُو نعيم، وَأَبُو موسى، فقالا: حريث بْن زيد بْن ثعلبة بْن عبد ربه بْن زيد بْن الحارث بْن الخزرج الخزرجي. قلت: والحق معهما، فإنه ليس من بني جشم بْن الحارث بْن الخزرج، وَإِنما هو من بني زيد بْن الحارث، وكذلك نسبه بْن إِسْحَاق أيضًا، فقال: حريث بْن زيد بْن ثعلبة بْن عبد ربه بْن زيد، ووافقه عَلَى هذا النسب هشام بْن الكلبي، والله أعلم. أخرجه أَبُو نعيم، وَأَبُو عمر، وَأَبُو موسى....