হযরত আশাজ্জ রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আশাজ্জ রাযি. আব্দুল কায়স গোত্রের একজন সাহাবী। এ গোত্র প্রাচীন বাহরাইনে বাস করত। বর্তমান বাহরাইন পারস্য উপসাগরের ভেতর অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। প্রাচীন বাহরাইন ছিল আরব উপদ্বীপের পূর্বাঞ্চলে। বর্তমানে এটি সৌদি আরবের অংশ এবং দেশটির আল-আহসা প্রদেশের অন্তর্ভুক্ত। এখানকার একটি প্রাচীন জনপদের নাম জুওয়াছা। এখানে মসজিদে নববীর পর সর্বপ্রথম জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। আব্দুল কায়স গোত্র থেকে দু'বার দু'টি প্রতিনিধি দল মদীনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। প্রথম দলটি এসেছিল হিজরী ৫ম সনে। আর দ্বিতীয় দলটি এসেছিল মক্কাবিজয়ের পর হিজরী ৯ম সনে। সেবার দলের লোকসংখ্যা ছিল ৪০ জন। প্রথমবার যারা এসেছিল তাদের সংখ্যা ছিল ১৩ বা ১৪ জন। আশাজ্জ রাযি.-ও তাদের একজন। তিনি ছিলেন দলের মধ্যে সর্বাপেক্ষা কনিষ্ঠ। আশাজ্জ তাঁর উপাধি। এর অর্থ মাথায় জখমবিশিষ্ট। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর প্রকৃত নাম ও তাঁর পিতার নাম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন মুনযির ইবন আমর, মুনকিয ইবন 'আইয, মুনযির ইবন 'আইয, মুনযির ইবন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী