হযরত আবূ মারয়াম আল-আযদী রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আবূ মারয়াম আল-আযদী রাযি.-এর প্রকৃত নাম আমর ইবন মুররা। আবু মারয়াম তাঁর উপনাম। কেউ কেউ তাঁর উপনাম আবূ তালহাও বলেছেন। আবার কারও মতে আবূ মারয়াম ভিন্ন এক সাহাবী, যিনি ইসলামের শুরুর দিকে ঈমান এনেছিলেন এবং বহু যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। হযরত আমর ইবন মুররা রাযি. আযদ গোত্রের লোক। কারও মতে আসাদ গোত্রের। আবার অনেকে তাকে জুহায়না গোত্রের লোকও বলেছেন। এটাই অধিকাংশের মত। তিনি নিজ গোত্রের একজন প্রতিনিধিরূপে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। এটা ইসলামের শুরুর দিকের কথা। সাক্ষাৎকালে তিনি বলেছিলেন, আপনি হালাল ও হারাম সম্পর্কে যা-কিছু বিধান নিয়ে এসেছেন তার সবগুলোর উপরই আমি ঈমান আনলাম, যদিও তা বহু সম্প্রদায় প্রত্যাখ্যান করে। কোনও কোনও বর্ণনায় আছে, জুহায়না গোত্রের একটি বিশেষ প্রতিমা ছিল। হযরত আমর রাযি.-এর পিতা মুররা ছিলেন সেটির সেবায়েত। পরে তাঁর উপর সেটির দায়িত্ব আসে। এ সময় তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারেন। জানামাত্র তাঁর নবুওয়াতের সত্যতা সম্পর্কে তাঁর বিশ্বাস জন্মায়।... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী