হযরত ওয়াহাব ইবন আব্দুল্লাহ রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত ওয়াহাব ইবন আব্দুল্লাহ রাযি. সুওয়াআহ গোত্রীয় একজন সাহাবী। তাঁর উপনাম আবূ জুহায়ফা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেন। তখন তিনি বালকবয়সী, বালেগ হওয়ার নিকটবর্তী। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তাঁর নাতি হাসান ইবন আলী রাযি. দেখতে তাঁর মতো ছিলেন। তিনি আমাদেরকে ১৩টি উটনী দিতে হুকুম করেন। আমরা তা বুঝে পাওয়ার আগেই তাঁর ওফাত হয়ে যায়। পরবর্তীকালে তিনি হযরত আলী রাযি.-এর সাহচর্যে থাকেন। হযরত আলী রাযি. নিজ খেলাফতকালে তাঁকে কূফার পুলিশ বিভাগের প্রধান কর্মকর্তা বানিয়েছিলেন। হযরত আলী রাযি. তাঁকে খুব ভালোবাসতেন। তিনি তাঁর নাম দিয়েছিলেন ওয়াহাব আল-খায়র (কল্যাণপূর্ণ ওয়াহাব)। তিনি হিজরী ৬১ সনে ইন্তিকাল করেছেন।...
আরবী জীবনী