হযরত উম্মু ছাবিত রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত উম্মু ছাবিত রাযি. একজন আনসারী সাহাবিয়া। তিনি বিখ্যাত সাহাবী হযরত হাসসান ইবন ছাবিত রাযি.-এর বৈমাত্রেয় বোন। তাঁর মূল নাম কাবশা। তাঁর মায়ের নাম সুখতা বিনত হারিছা। তাঁর প্রথম বিবাহ হয়েছিল আমর ইবন মিহসানের সঙ্গে। এ ঘরে তাঁর গর্ভে ছা'লাবা, আবূ আমর ও আবু হাবীবা জন্মগ্রহণ করেন। ছা'লাবা রাযি. একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। পরে তাঁর বিবাহ হয় হারিছ ইবন ছা'লাবার সঙ্গে। এ ঘরে তিনি রামলা নামের এক কন্যাসন্তান জন্মদান করেন। তাঁর তৃতীয় বিবাহ হয়েছিল হারিছা ইবন নু'মান রাযি.-এর সঙ্গে। উম্মু ছাবিত রাযি. মদীনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর ইসলাম গ্রহণ করেন এবং তাঁর কাছে বায়'আতও গ্রহণ করেন। তাঁর জীবনবৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় না।...
আরবী জীবনী