হযরত উম্মু ছাবিত রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত উম্মু ছাবিত রাযি. একজন আনসারী সাহাবিয়া। তিনি বিখ্যাত সাহাবী হযরত হাসসান ইবন ছাবিত রাযি.-এর বৈমাত্রেয় বোন। তাঁর মূল নাম কাবশা। তাঁর মায়ের নাম সুখতা বিনত হারিছা। তাঁর প্রথম বিবাহ হয়েছিল আমর ইবন মিহসানের সঙ্গে। এ ঘরে তাঁর গর্ভে ছা'লাবা, আবূ আমর ও আবু হাবীবা জন্মগ্রহণ করেন। ছা'লাবা রাযি. একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। পরে তাঁর বিবাহ হয় হারিছ ইবন ছা'লাবার সঙ্গে। এ ঘরে তিনি রামলা নামের এক কন্যাসন্তান জন্মদান করেন। তাঁর তৃতীয় বিবাহ হয়েছিল হারিছা ইবন নু'মান রাযি.-এর সঙ্গে। উম্মু ছাবিত রাযি. মদীনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর ইসলাম গ্রহণ করেন এবং তাঁর কাছে বায়'আতও গ্রহণ করেন। তাঁর জীবনবৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় না।...

আরবী জীবনী

হযরত উম্মু ছাবিত রাযি. | মুসলিম বাংলা