হযরত তিখফা আল-গিফারী রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত তিখফা আল-গিফারী রাযি. হযরত তিখফা আল-গিফারী রাযি.-এর নাম সম্পর্কে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। কেউ তাঁর নাম বলেছেন তিগফা। কেউ বলেছেন তিকফা। আবার কেউ বলেছেন তিহফা। কারও মতে তাঁর পিতার নাম কায়স। কেউ এর বিপরীতে বলেন, তিখফা পিতার নাম আর পুত্রের নাম কায়স। সে অনুযায়ী সাহাবী হলেন কায়স, তিখফা নয়। আবার কোনও কোনও বর্ণনায় তাঁর নাম বলা হয়েছে আব্দুল্লাহ ইবন তিখফা। তাঁর উপনাম আবু ইয়া'ঈশ। তিনি বিখ্যাত সাহাবী হযরত আবূ যার রাযি.-এর গোত্র অর্থাৎ বনূ গিফারেরই লোক। ইসলামগ্রহণের পর তিনি মদীনায় এসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন নিয়ম ছিল আগন্তুকদেরকে সাহাবীগণ অতিথিরূপে নিজ নিজ বাড়িতে নিয়ে যেতেন। কেউ একজনকে, কেউ দু'জনকে, কেউ বা আরও বেশি। যার যেমন সামর্থ্য ছিল। যারা বাকি থাকত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে নিয়ে যেতেন। হযরত তিখফা যেদিন আসেন, সেদিন অবশিষ্ট ছিল চারজন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ ঘরে অতিথি বানান। উম্মুল মুমিনীন আয়েশা... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী