হযরত আবু সালামা রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আবু সালামা রাযি.-এর পরিচয় হযরত আবু সালামা রাযি. একজন বিখ্যাত সাহাবী। তাঁর প্রকৃত নাম আব্দুল্লাহ। প্রথমে তাঁর নাম ছিল আব্দ মানাফ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে তাঁর নাম রাখেন আব্দুল্লাহ। তবে তিনি আবু সালামা উপনামেই পরিচিত। তিনি মাখযূম গোত্রের লোক। তাঁর পিতার নাম আব্দুল আসাদ ইবন হিলাল। তাঁর মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু বাররা বিনতে আব্দুল মুত্তালিব। সুতরাং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। এক হিসেবে তিনি তাঁর দুধভাইও বটে। কেননা তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু লাহাবের দাসী ছুওয়ায়বার দুধপান করেছিলেন। হযরত আবু সালামা রাযি. উম্মুল মুমিনীন হযরত উম্মু সালামা রাযি.-এর প্রাক্তন স্বামী। তাঁরা উভয়ে মাখযূম গোত্রের লোক। হযরত আবূ সালামা রাযি. ছিলেন এ বংশের আব্দুল আসাদ শাখার লোক আর হযরত উম্মু সালামা রাযি. ছিলেন বনুল মুগীরা শাখার লোক। বংশের দিক থেকে তাঁরা চাচাতো ভাই-বোন। তাঁরা উভয়ে ইসলামের শুরুদিকেই ঈমান আনেন। তাঁদের বিবাহ ইসলাম গ্রহণের আগে হয়েছিল... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী