হুর্র ইবনে কায়স রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত হুর্র ইবন কায়স রাযি. বনূ ফাযারা গোত্রের লোক এবং উয়ায়না ইবন হিসনের ভাতিজা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে মদীনায় ফিরে আসলে বনূ ফাযারার দশ-বারোজন লোকের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাত করেন। তাদের মধ্যে হুর্র ইবন কায়স রাযি.-ও ছিলেন। তিনি ছিলেন সকলের ছোট। তিনি একজন বুদ্ধিমান ও বিচক্ষণ সাহাবী ছিলেন। কুরআন মাজীদের প্রচুর ইলম হাসিল করেছিলেন, যে কারণে তিনি কারী ও আলেম নামে অভিহিত হয়েছিলেন। এ বর্ণনায় যেমনটা দেখা যায় হযরত উমর ফারূক রাযি. তাঁকে যথেষ্ট গুরুত্ব দিতেন এবং তরুণ হওয়া সত্ত্বেও তাঁকে নিজ পরামর্শসভার একজন সদস্য করে নিয়েছিলেন। কৌতূহলের বিষয় হলো, হুর্র রাযি.-এর একজন পুত্র ছিল শী'আ, তাঁর এক কন্যা ছিল খারিজী, তাঁর স্ত্রী ছিল মু'তাযিলা এবং তাঁর এক বোন ছিল মুরজিয়া (যে সম্প্রদায়ের মতে অন্তরের ঈমানই যথেষ্ট, আমলের কোনও মূল্য নেই)। এ কারণে হযরত হুর্র রাযি. তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমার ও তোমাদের অবস্থা হলো এরকম, যেমনটা কুরআন মাজীদে আছে- كُنَّا طَرَابِقَ قِدَدًا (আর আমরা বিভিন্ন... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

হুর্র ইবনে কায়স রাযি. | মুসলিম বাংলা