হুর্র ইবনে কায়স রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত হুর্র ইবন কায়স রাযি. বনূ ফাযারা গোত্রের লোক এবং উয়ায়না ইবন হিসনের ভাতিজা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে মদীনায় ফিরে আসলে বনূ ফাযারার দশ-বারোজন লোকের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাত করেন। তাদের মধ্যে হুর্র ইবন কায়স রাযি.-ও ছিলেন। তিনি ছিলেন সকলের ছোট। তিনি একজন বুদ্ধিমান ও বিচক্ষণ সাহাবী ছিলেন। কুরআন মাজীদের প্রচুর ইলম হাসিল করেছিলেন, যে কারণে তিনি কারী ও আলেম নামে অভিহিত হয়েছিলেন। এ বর্ণনায় যেমনটা দেখা যায় হযরত উমর ফারূক রাযি. তাঁকে যথেষ্ট গুরুত্ব দিতেন এবং তরুণ হওয়া সত্ত্বেও তাঁকে নিজ পরামর্শসভার একজন সদস্য করে নিয়েছিলেন। কৌতূহলের বিষয় হলো, হুর্র রাযি.-এর একজন পুত্র ছিল শী'আ, তাঁর এক কন্যা ছিল খারিজী, তাঁর স্ত্রী ছিল মু'তাযিলা এবং তাঁর এক বোন ছিল মুরজিয়া (যে সম্প্রদায়ের মতে অন্তরের ঈমানই যথেষ্ট, আমলের কোনও মূল্য নেই)। এ কারণে হযরত হুর্র রাযি. তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমার ও তোমাদের অবস্থা হলো এরকম, যেমনটা কুরআন মাজীদে আছে- كُنَّا طَرَابِقَ قِدَدًا (আর আমরা বিভিন্ন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী