হযরত উম্মু আয়মান রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত উম্মু আয়মান রাযি. একজন বিখ্যাত মহিলা সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের লালন-পালনকারিণী। তাঁর প্রকৃত নাম বারাকা। পিতার নাম ছা'লাবা ইবন আমর। পুত্র আয়মানের নামানুসারে তিনি উম্মু আয়মান নামে খ্যাতি লাভ করেন। আয়মান ছিল তাঁর প্রাক্তন স্বামী উবায়দ আল- হাবশীর ঔরসজাত পুত্র। মূলত তিনি ছিলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ'র দাসী। কারও মতে তাঁর মা আমিনার দাসী। কেউ কেউ আব্দুল মুত্তালিবের দাসীও বলেছেন। পরে উত্তরাধিকারসূত্রে তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় আসেন। হযরত উম্মু আয়মান রাযি. ছিলেন হাবশী বংশোদ্ভূত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর ইনি তাঁকে লালন-পালন করতে থাকেন। মক্কা ও মদীনার মাঝপথে মা আমিনার মৃত্যুকালে একমাত্র ইনিই ছিলেন শিশু মুহাম্মাদের সঙ্গী। তিনিই তাঁকে মক্কা মুকাব্রামায় নিয়ে এসে আবূ তালিবের কাছে সমর্পণ করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীন হযরত খাদীজা রাযি.-কে বিবাহ করার পর উম্মু আয়মান রাযি.-কে আযাদ করে দেন। তারপর খাযরাজ গোত্রীয় উবায়দ ইবন যায়দ তাঁকে বিবাহ করেন। উবায়দের ঔরসেই তাঁর পুত্র আয়মান জন্মগ্রহণ... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী