উম্মুল মুমিনীন হযরত খাদীজা রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

উম্মুল মুমিনীন হযরত খাদীজাতুল কুবরা রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী। তাঁর উপনাম উম্মু হিন্দ। উপাধি তাহিরা। পিতার নাম খুওয়াইলিদ ইবন আসাদ। মায়ের নাম ফাতিমা বিনত যাইদা। নানির নাম হালা বিনত আব্দে মানাফ। তিনি আবরাহার হস্তীবাহিনী কর্তৃক মক্কা আক্রমণের ১৫ বছর আগে জন্মগ্রহণ করেন। এ হিসেবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ১৫ বছরের বড় ছিলেন। তাঁর প্রথম বিবাহ হয়েছিল আবু হালা হিন্দ ইবন যুরারার সঙ্গে। এ স্বামীর ঔরসে হিন্দ ও হারিছ নামক তাঁর দুই পুত্র এবং যায়নাব নাম্নী এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। তারপর তাঁর এ স্বামীর ইন্তিকাল হয়ে যায়। পরে তাঁর বিবাহ হয় আতীক ইবন 'আইযের সঙ্গে। তার ঔরসে তাঁর এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে, যিনি উম্মু মুহাম্মাদ নামে খ্যাত। হযরত খাদীজা রাযি.-এর এ স্বামীরও ইন্তিকাল হয়ে যায়। হযরত খাদীজা রাযি.-এর বয়স যখন আনুমানিক ৩৫ বছর, তখন তাঁর পিতা খুওয়াইলিদ ইন্তিকাল করেন। পৈত্রিক সূত্রে তিনি প্রচুর অর্থ-সম্পদের মালিক ছিলেন। তাঁর অর্থ-সম্পদের প্রধান উৎস ছিল ব্যবসা-বাণিজ্য। ইবন সা'দ রহ.-এর বর্ণনা অনুযায়ী হযরত... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী