হযরত লাবীদ রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত লাবীদ রাযি. একজন বিখ্যাত সাহাবী ও যশস্বী আরব কবি। তাঁর উপনাম আবূ আকীল। তায়েফের প্রসিদ্ধ গোত্র হাওয়াযিনের শাখা আমির গোত্রে তাঁর জন্ম। তিনি অতি বয়স্ক সাহাবীদের একজন। সর্বমোট ১২০ বছর বেঁচে ছিলেন। তার মধ্যে ৯০ বছর কেটেছে জাহিলী যুগে, ৩০ বছর ইসলামী যুগে। ধারণা করা যায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৩০ বছর আগে ৫৪০ খৃষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কখন ইসলাম গ্রহণ করেছেন তা সুনির্দিষ্টভাবে বলা যায় না। প্রবল ধারণা হল মক্কাবিজয়ের পর হিজরী ৯ম সনের কোনও এক সময় তিনি ইসলাম গ্রহণ করেন। হিজরী ৮ম সনে জুমাদাল উখরা মাসে তাঁর গোত্রের বিশিষ্ট গোত্রের নেতা 'আমির ইবনুত তুফায়ল ও আরবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করেন। 'আমির ইবনুত তুফায়ল ছিলেন লাবীদ রাযি.-এর চাচাতো ভাই। আরবাদ বৈপেত্রীয় ভাই। মূলত তাদের যাওয়ার উদ্দেশ্য ইসলামগ্রহণ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল কোনও এক সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আল্লাহ তা'আলার ইচ্ছায় তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়। ওহী মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী