হযরত সুফয়ান ইবনে আব্দুল্লাহ ছাকাফী (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

এ হাদীছটির বর্ণনাকারী সাহাবীর নাম হযরত সুফয়ান ইবন আব্দুল্লাহ রাযি.। তার উপনাম সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। এক বর্ণনা অনুযায়ী তাঁর উপনাম আবু ‘আমর। অন্য বর্ণনামতে আবু ‘আমরা। তিনি তাইফের বিখ্যাত ছাকীফ গোত্রের লোক। হুনায়নের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেন। এ যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাঁর ভাই উছমানও নিজ গোত্রের সপক্ষে লড়াই করছিল। একপর্যায়ে সে মুসলিম বাহিনীর হাতে প্রাণ হারালে সুফয়ান বলে উঠেন, ভাই মারা যাওয়ার পর এখন আর বেঁচে থাকার কোনও সার্থকতা নেই। এই বলে তিনি বিপুল বিক্রমে লড়াই চালিয়ে যান। পরিশেষে যখন ছাকীফ গোত্রের পরাজয় ঘটে এবং তাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে, তখন অন্যেদের মত সুফয়ানও আপন প্রাণ বাঁচানোর উপায় খুঁজতে থাকেন। তিনি ছিলেন অশ্বারোহী বাহিনীর একজন। কোনও উপায়ন্তর না দেখে শেষপর্যন্ত রণাঙ্গনের বাইরে ঘোড়া ছুটিয়ে দেন আর এভাবে পালিয়ে বাঁচতে সক্ষম হন। হুনায়নের এ যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরী ৮ সালে মক্কা বিজয়ের পর। যুদ্ধে ছাকীফ গোত্রের বিপুলসংখ্যক লোক মুসলিম বাহিনীর হাতে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী