হযরত আবু দুজানা রাযি.

أَبُو دُجَانَةَ الأَنْصَارِيُّ سِمَاكُ بنُ خَرَشَةَ بنِ لَوْذَانَ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আবু দুজানা রাযি.-এর পরিচয় হযরত আবূ দুজানা রাযি.-এর মূল নাম সিমাক ইবন খারাশা। আবূ দুজানা তাঁর উপনাম। তিনি এ উপনামেই বেশি পরিচিত। আনসারদের বনূ আশহাল শাখার লোক। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বিখ্যাত মুহাজির সাহাবী হযরত উত্তবা ইবন গাযওয়ান রাযি.-এর সঙ্গে তাঁর ভ্রাতৃবন্ধন স্থাপিত করে দিয়েছিলেন। তিনি বদর যুদ্ধের একজন যোদ্ধা। এ হাদীছ দ্বারা জানা যায়, তিনি উহুদের যুদ্ধেও শরীক ছিলেন এবং বিপুল বিক্রমে লড়াই করেছেন। এ যুদ্ধে নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম শত্রু-পরিবেষ্টিত হয়ে পড়লে যারা তাঁর পাশে থেকে শত্রুদের প্রতিরোধ করছিলেন, আবূ দুজানা রাযি. তাদের অন্যতম। এ কারণে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এ যুদ্ধে হযরত আবূ দুজানা রাযি. যোগদান করেছিলেন মাথায় একটি লাল কাপড়ের পাগড়ি বেঁধে। লোকে বলাবলি করছিল, আবূ দুজানা মৃত্যুর নিশানা লাগিয়ে বের হয়েছে। তিনি বীরত্বের ভঙ্গিতে হেলেদুলে রণক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছিলেন আর বলছিলেন- إِنِّي امْرُؤٌ عَاهَدَنِي خَلِيلِي * إِذْ نَحْنُ بِالسَّفْحِ لَدَى النَّخِيلِ أَلَّا أَقُوْمَ الدَّهْرَ فِي الْكَيُّوْلِ... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أَبُو دُجَانَةَ الأَنْصَارِيُّ سِمَاكُ بنُ خَرَشَةَ بنِ لَوْذَانَ ابْنِ عَبْدِ وُدٍّ بنِ زَيْدٍ السَّاعِدِيُّ. كَانَ يَوْمَ أُحُدٍ عَلَيْهِ عِصَابَةٌ حَمْرَاءُ. يُقَالُ: آخَى النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بَيْنَهُ وَبَيْنَ عُتْبَةَ بنِ غَزْوَانَ. قَالَ الوَاقِدِيُّ: ثَبَتَ أَبُو دُجَانَةَ يَوْمَ أُحُدٍ مَعَ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَبَايَعَهُ عَلَى المَوْتِ. وَهُوَ مِمَّنْ شَارَكَ فِي قَتْلِ مُسَيْلِمَةَ الكَذَّابِ، ثُمَّ اسْتُشْهِدَ يَوْمَئِذٍ. قَالَ مُحَمَّدُ بنُ سَعْدٍ: لأَبِي دُجَانَةَ عَقِبٌ بِالمَدِيْنَةِ وَبِبَغْدَادَ إِلَى اليَوْمِ. وَقَالَ زَيْدُ بنُ أَسْلَمَ: دُخِلَ عَلَى أَبِي دُجَانَةَ وَهُوَ مَرِيْضٌ، وَكَانَ وَجْهُهُ يَتَهَلَّلَ. فَقِيْلَ لَهُ: مَا لِوَجْهِكَ يَتَهَلَّلُ؟ فَقَالَ: مَا مِنْ عَمَلِ شَيْءٍ أَوْثَقُ عِنْدِي مِنِ اثْنَتَيْنِ: كُنْتُ لاَ أَتَكَلَّمُ فِيْمَا لاَ يَعْنِيْنِي، وَالأُخْرَى فَكَانَ قَلْبِي لِلْمُسْلِمِيْنَ سَلِيْماً. وَعَنْ أَنَسِ بنِ مَالِكٍ، قَالَ:رَمَى أَبُو دُجَانَةَ بِنَفْسِهِ يَوْمَ اليَمَامَةِ إِلَى دَاخِلِ الحَدِيْقَةِ، فَانْكَسَرَتْ رِجْلُهُ، فَقَاتَلَ وَهُوَ مَكْسُوْرُ الرِّجْلِ حَتَّى قُتِلَ -رَضِيَ اللهُ عَنْهُ -. وَقِيْلَ: هُوَ سِمَاكُ بنُ أَوْسِ بنِ خَرَشَةَ. صَالِحُ بنُ مُوْسَى: عَنْ سُهَيْلِ بنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيْهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا وَضَعَتْ الحَرْب أَوْزَارَهَا، افْتَخَرَ أَصْحَابُ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ... বিস্তারিত পড়ুন