ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী
জীবনী
হযরত যায়নাব ছাকাফিয়্যাহ রাযি. বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবন মাস'উদ রাযি.-এর স্ত্রী। তিনি ছাকীফ গোত্রের আব্দুল্লাহ ইবন মুআবিয়ার কন্যা। কেউ কেউ তাঁর নাম ‘রায়িতা’ও বলেছেন। যেসকল নারী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়আত গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে যায়নাব ছাকাফিয়্যাহ রাযি.-এর নামও পাওয়া যায়। তিনি হস্তশিল্প জানতেন। নিজ হাতে তৈরি করা জিনিসপত্র বিক্রি করে যা উপার্জন হত তা থেকে দান-খয়রাতও করতেন এবং স্বামীকেও সাহায্য করতেন। এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে লক্ষ্য করে বলেছিলেন, যখন ইশার নামাযের উদ্দেশ্যে বের হবে তখন সুগন্ধি ব্যবহার করবে না। অনুমান করা যায় তাঁর সুগন্ধি ব্যবহারের অভ্যাস ছিল। তাঁর জন্ম ও মৃত্যুতারিখ এবং তাঁর জীবনবৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তাঁর সূত্রে ৮টি হাদীছ বর্ণিত আছে। তার মধ্যে বুখারী ও মুসলিম শরীফে আছে দু'টি। হযরত আব্দুল্লাহ ইবন মাস'উদ রাযি.-এর পুত্র বিখ্যাত মুহাদ্দিছ ও ফকীহ আবু উবায়দা তাঁরই গর্ভজাত । তিনি নিজ মায়ের সূত্রে হাদীছ বর্ণনা... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
أبو نعيم الأصبهاني - معرفة الصحابة زَيْنَبُ بِنْتُ أَبِي مُعَاوِيَةَ وَقِيلَ: مُعَاوِيَةُ الثَّقَفِيَّةُ، امْرَأَةُ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، رَوَى عَنْهَا عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ، وَأَبُو هُرَيْرَةَ، وَأَبُو سَعِيدٍ، وَعَائِشَةُ، وَبُسْرُ بْنُ سَعِيدٍ - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، ثنا يُونُسُ بْنُ حَبِيبٍ، ثنا أَبُو دَاوُدَ، ح، وَحَدَّثَنَا فَارُوقٌ الْخَطَّابِيُّ، ثنا أَبُو مُسْلِمٍ، ثنا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ زَيْنَبَ الثَّقَفِيَّةِ، امْرَأَةِ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلنِّسَاءِ: «تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ» فَقَالَتْ زَيْنَبُ لِعَبْدِ اللهِ: أَيُجْزِئُ عَنِّي أَنْ أَضَعَ صَدَقَتِي فِيكَ وَفِي بَنِي أَخِي وَأُخْتِي أَيْتَامٍ؟ وَكَانَ عَبْدُ اللهِ خَفِيفَ ذَاتِ الْيَدِ، فَقَالَ: سَلِي عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ زَيْنَبُ: فَأَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهَا زَيْنَبُ جَاءَتْ تَسْأَلُ عَمَّا جِئْتُ أَسْأَلُ عَنْهُ، فَخَرَجَ إِلَيْنَا بِلَالٌ فَقُلْنَا لَهُ: سَلْ رَسُولَ اللهِ... বিস্তারিত পড়ুন