ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির (রাঃ) তাঁর প্রকৃত নাম বাশীর মতান্তরে রিফা'আ। আবূ লুবাবা হল তাঁর উপনাম। এ নামেই তিনি সমধিক প্রসিদ্ধ ছিলেন। মদীনার খ্যাতনামা আওস গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম নুসায়বা বিত যায়দ ইব্ন দুবায় আ। তাঁর বংশলতিকা হল, আবূ লুবাবা ইব্ন আবদিল মুনযির ইবন রিফা'আ ইব্ন যানবার ইবন উমায়্যা ইবন যায়দ ইবন মালিক ইবন 'আওফ ইবন আমর ইবন 'আওফ ইবন মালিক ইবনুল আওস আল-আনসারী। আবূ লুবাবা (রা) 'আকাবার দ্বিতীয় শপথের কাছাকাছি সময়ে ইসলাম গ্রহণ করেন। কায়নুকা' ও সাবীক যুদ্ধ ব্যতীত সকল যুদ্ধেই তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে তিনি বিশেষ সৌভাগ্য লাভ করেন। যুদ্ধ করার অদম্য আগ্রহ নিয়ে রাসূলুল্লাহ (সা)-এর সাথে তিনিও বদর প্রান্তরে রওয়ানা হন। এক একটি উটের উপর তিন তিন ব্যক্তি সওয়ার হচ্ছিলেন। আবূ লুবাবা (রা) যে উটের উপর সওয়ার ছিলেন তা ছিল স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর বাহন। 'আলী (রা) ও উক্ত বাহনে সওয়ার ছিলেন। তাঁরা... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
أَبُو لبابة بْن عبد المنذر الأَنْصَارِيّ. قَالَ مُوسَى بْن عُقْبَةَ، عَنِ ابْن شهاب: اسمه بشير بْن عبد المنذر، وكذلك قَالَ ابْن هشام وخليفة. وَقَالَ أَحْمَد بْن زهير: سمعت أحمد بن حنبل ويحيى بن معين يقولان: أَبُو لبابة اسمه رفاعة بْن عبد المنذر. وقال ابْن إِسْحَاق: اسمه رفاعة بْن المنذر بْن زبير ابن زيد بن أمية بن زيد بن مالك بن عوف بن عمرو بن عوف بن مالك ابن الأوس، كَانَ نقيبًا، شهد العقبة [وشهد] بدرًا. قَالَ ابْن إِسْحَاق: وزعم قوم أن أبا لبابة بْن عبد المنذر والحارث بْن حاطب خرجا مَعَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بدر فرجعهما، وأمر أبا لبابة على المدينة، وضرب له بسهمه مَعَ أصحاب بدر. قَالَ ابْن هشام: ردهما من الروحاء. قَالَ أَبُو عُمَرَ: قد استخلف رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا لبابة عَلَى المدينة أَيْضًا حين خرج إِلَى غزوة السويق، وشهد مَعَ رسول الله صلى الله عليه وسلم أحدا وما بعدها من المشاهد، وكانت معه... বিস্তারিত পড়ুন