হযরত সাবরাহ ইবন্ মা'বাদ রাযি.

سبرة بن معبد الجهني ابو الربيع

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত সাবরাহ ইবন্ মা'বাদ রাযি. জুহাইনা গোত্রীয় একজন সাহাবী। তাঁর উপনাম আবু ছুরায়্যাহ। তিনি ঠিক কখন ইসলাম গ্রহণ করেছেন জানা যায় না। ইবন সা'দ রহ.-এর বর্ণনামতে তিনি খন্দক ও তার পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছিলেন। মক্কাবিজয়েও তিনি শরীক ছিলেন। এসময়কার একটা ঘটনা তিনি এভাবে বর্ণনা করেন যে, তিনি ও সুলাইম গোত্রীয় তার এক বন্ধু আমের গোত্রীয় এক তরুণীকে মুত'আ বিবাহের প্রস্তাব দিলে তরুণীটি তাদেরকে জিজ্ঞেস করেছিল, মাহর হিসেবে তোমরা আমাকে কী দেবে? তাদের প্রত্যেকে আপন আপন গায়ের চাদর দেখিয়ে বললেন, এটা দেব। সে তাদের দুজনকেই লক্ষ করল। সাবরাহ ইবন মা'বাদের চাদর অপেক্ষা তার বন্ধুর চাদরটি বেশি দামী ছিল। অপরদিকে বন্ধু অপেক্ষা তিনি ছিলেন বেশি তরুণ ও সুদর্শন। শেষপর্যন্ত তরুণীটি তাকেই বেছে নেয়। তারা মাত্র তিনদিন একত্রে ছিলেন। পরে মুত'আ বিবাহ নিষিদ্ধ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে তারা বিচ্ছিন্ন হয়ে যান। পরবর্তীকালে তিনি নিজ এলাকা ছেড়ে মদীনা মুনাউওয়ারায় চলে আসেন এবং যূ-মারওয়া নামক স্থানে বসবাস করতে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سَبْرَةُ بْنُ مَعْبَدٍ الْجُهَنِيُّ أَبُو الرَّبِيعِ، وَهُوَ سَبْرَةُ بْنُ مَعْبَدِ بْنِ عَوْسَجَةَ بْنِ سَحَارَةَ بْنِ خَدِيجِ بْنِ ذُهْلِ بْنِ زَيْدِ بْنِ جُهَيْنَةَ بْنِ قُضَاعَةَ بْنِ مَالِكٍ مِنْ حِمْيَرٍ وَقِيلَ: سَبْرَةُ بْنُ مَعْبَدِ بْنِ عَوْسَجَةَ بْنِ حَرْمَلَةَ بْنِ سَبْرَةَ بْنِ خَدِيجِ بْنِ مَالِكِ بْنِ عَمْرِو بْنِ ذُهْلِ بْنِ ثَعْلَبَةَ بْنِ رِفَاعَةَ بْنِ نَصْرِ بْنِ سَعْدٍ، حَدِيثُهُ عِنْدَ أَوْلَادِهِ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، ثنا الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ، ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْوَاقِدِيُّ، ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُجْزِئُ بِسَهْمٍ مِنَ السُّتْرَةِ» يَعْنِي فِي الصَّلَاةِ، رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ مِثْلَهُ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ، ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا عَبْدُ اللهِ بْنُ مُصْعَبٍ، ح وَحَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، ثنا أَبُو حُصَيْنٍ، ثنا يَحْيَى الْحِمَّانِيُّ، قَالَا: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ، عَنْ أَبِيهِ،... বিস্তারিত পড়ুন