ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত 'আদী ইবন আমীরা আল-কিনদী রাযি. ইয়ামানের বিখ্যাত কিনদা গোত্রের শাখা আরকাম ইবন নু'মান গোত্রীয় একজন বিখ্যাত সাহাবী। তাঁর ভাই উরস ইবন আমীরা রাযি.-ও একজন সাহাবী ছিলেন। তাঁর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে ইবন ইসহাক রহ. বর্ণনা করেন যে, তাদের এলাকায় ইবন শাহলা নামক একজন ইয়াহুদী ধর্মজাযক ছিলেন। তিনি একদিন আদী ইবন আমীরা রাযি, কে লক্ষ্য করে বলেন, আমি আল্লাহর কিতাবে পেয়েছি যে, জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা হবে এমনসব লোক, যারা আল্লাহর ইবাদত করবে নিজেদের চেহারা দ্বারা (অর্থাৎ তাদের ইবাদতে সিজদা থাকবে)। আর আল্লাহর কসম, এ গুণটি কেবল আমাদের ইয়াহুদী সম্প্রদায়ের মধ্যেই আছে বলে জানি। সেইসঙ্গে আরও পেয়েছি যে, তাদের একজন নবীর আবির্ভাব হবে ইয়ামানে। মনে করা হয়ে থাকে, তাঁর আবির্ভাব আমাদের ইয়াহুদীদের মধ্যেই হবে। আদী রাযি. বলেন, এরপর বেশি দিন না যেতেই আমরা খবর পেলাম বনু হাশিমের এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছেন। তখন আমার ইবন শাহলার কথাটি মনে পড়ল। আমি অবিলম্বে তাঁর উদ্দেশ্যে... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عدي بن عميرة بن فروة بن زرارة ابن الأرقم ابن نعمان بن عمرو بن وهب بن ربيعة بن معاوية الأكرمين بن الحارث بن معاوية بن ثور بن مرتع بن كندة وهو ثور بن عفير بن عدي بن الحارث بن مرة بن أدد أبو زرارة الكندي الأرقمي. وفد على سيدنا رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وحدث عنه، ووفد على معاوية. حدث عدي بن عميرة: أن امرأ القيس بن عابس الكندي خاصم إلى رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رجلاً من حضرموت في أرض، فسأل رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الحضرمي البينة، فلم يكن له بينة، فقضى علىامرئ القيس باليمن، فقال الحضرمي: أمكنته يا رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ من اليمن، ذهبت والله أرضي، فقال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: من حلف على يمين كاذبة ليقتطع بها مال أخيه لقي الله يوم يلقاه وهو عليه غضبان. قال: وقال رجاء: وتلا رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " إن الذين يشترون بعهد الله وأيمانه... বিস্তারিত পড়ুন
নোট
আবাসস্থলঃ মিসর মৃত্যুস্থানঃ রুহা বা হিরা