ওয়াবিসা ইবনে মা’বাদ জুহানী (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত ওয়াবিসা ইবন মা‘বাদ রাযি. হযরত ওয়াবিসা ইবন মা‘বাদ রাযি. আসাদ গোত্রীয় একজন সাহাবী। তাঁর উপনাম আবূ সালিম। কেউ বলেন আবূ শা‘ছা’। কেউ আবূ সা‘ঈদও বলেছেন। তাঁর পিতার প্রকৃত নাম ‘আবীদা। মা‘বাদ তাঁর উপাধি। হযরত ওয়াবিসা রাযি. হিজরী ৯ম সনে নিজ গোত্রের ১০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদলের সঙ্গে মদীনা মুনাউওয়ারায় আগমন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। তারপর নিজ দেশে ফিরে যান। অন্যান্য সাহাবীদের মতো তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক ভালোবাসতেন। একবার তিনি পাপ-পুণ্য সম্পর্কে জিজ্ঞাসার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন। তখন সেখানে মানুষের ভীড় ছিল। তিনি ভীড় কাটিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌছতে চাইলে কেউ কেউ বাধা দিচ্ছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাঁকে কাছে ডেকে নেন। তিনি সামনে এগুতে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আরও কাছে ডাকতে থাকেন। তিনি এতটা কাছে পৌঁছান যে, তাঁর হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলে যায়। তারপর তিনি... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী