হযরত মুআবিয়া ইবনে হায়দা রাযি.

معاوية بن حيدة

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত মুআবিয়া ইবন হায়দা রাযি. কুশায়র গোত্রীয় একজন সাহাবী। তিনি বিখ্যাত মুহাদ্দিছ বাহয ইবন হাকীম রহ.-এর দাদা। বসরায় বসবাস করতেন। তিনি তাঁর পিতার সঙ্গে নিজ গোত্রের এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে মদীনা মুনাউওয়ারায় আগমন করেন। পিতা-পুত্র উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। তাঁর পিতা হায়দা ইবন মুআবিয়া রাযি. একজন দীর্ঘজীবি সাহাবী ছিলেন। বর্ণিত আছে, তিনি যখন মারা যান তখন তাঁর নাতি-নাতনী ও তস্য নাতি-নাতনীদের সংখ্যা এক হাজার। হযরত উছমান রাযি.-এর আমলে ইসলামের বিজয়-অভিযান পূর্বদিকে অগ্রসর হতে থাকে। হিজরী ২৮-২৯ সালের দিকে হযরত আব্দুল্লাহ ইবন আমের ইবন কুরায়য রাযি.-এর নেতৃত্বে খুরাসানে অভিযান চালানো হয়। এ অভিযানে মুআবিয়া ইবন হায়দা রাযি.-ও অংশগ্রহণ করেন। সেখানেই তাঁর ইন্তিকাল হয়।...

আরবী জীবনী

مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ الْقُشَيْرِيُّ جَدُّ بَهْزِ بْنِ حَكِيمٍ، سَكَنَ الْبَصْرَةَ، حَدِيثُهُ عِنْدَ ابْنِهِ حَكِيمٍ - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ بْنِ الْأَسْوَدِ، ثنا قَعْنَبُ بْنُ الْمُحَرَّرِ، ثنا الْهَيْثَمُ بْنُ عَدِيٍّ، قَالَ: «مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ بْنِ قُشَيْرِ بْنِ كَعْبِ بْنِ رَبِيعَةَ بْنِ عَامِرِ بْنِ صَعْصَعَةَ» - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، ثنا الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ، ثنا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، ثنا شِبْلُ بْنُ عَبَّادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا قَزَعَةَ، يُحَدِّثُ عَمْرَو بْنَ دِينَارٍ، عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ، عَنْ أَبِيهِ: " أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: يَا مُحَمَّدُ , إِنِّي حَلَفْتُ بِعَدَدِ أَصَابِعِي أَلَّا أَتَّبِعَكَ، وَلَا أَتَّبِعَ دِينَكَ، فَأَنْشُدُكَ: مَا الَّذِي بَعَثَكَ بِهِ؟ قَالَ: «الْإِسْلَامُ , وَشَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ , أَخَوَانِ نَصِيرَانِ، لَا يَقْبَلُ اللهُ مِنْ أَحَدٍ تَوْبَةً أَشْرَكَ بَعْدَ إِسْلَامِهِ» أَبُو قَزَعَةَ اسْمُهُ: سُوَيْدُ بْنُ حُجَيْرٍ، وَرَوَى هَذَا الْحَدِيثَ عَنْهُ شُعْبَةُ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ،... বিস্তারিত পড়ুন

নোট

মোট বর্ণনার সংখ্যাঃ আবাসস্থলঃ বসরা মৃত্যুস্থানঃ ঐ