ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত ওয়াহশী ইবন হারব রাযি. হযরত ওয়াহশী ইবন হারব রাযি.-এর উপনাম আবূ দাসমা। তিনি মূলত হাবশার এক কৃষ্ণাঙ্গ ছিলেন। পরে কোনওভাবে কুরায়শের বিখ্যাত নেতা জুবায়র ইবন মুত‘ইমের গোলাম হয়ে যান। বদরের যুদ্ধে জুবায়র ইবন মুত‘ইম ইবন আদীর চাচা তু‘আয়মা ইবন আদী নিহত হলে তিনি ওয়াহশী রাযি.-কে বলেন, তুমি যদি আমার চাচার হত্যার প্রতিশোধ নিতে পার, তবে তোমাকে মুক্তিদান করব। তু‘আয়মা নিহত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামযা রাযি.-এর হাতে। পরে যখন উহুদের যুদ্ধের ঘোষণা হয়, তখন ওয়াহশী রাযি. এই আশায় সে যুদ্ধে অংশগ্রহণ করেন যে, যেভাবেই হোক সে হযরত হামযা রাযি.-কে হত্যা করবে, যাতে করে এর পুরস্কারস্বরূপ সে মুক্তি পেয়ে যায়। সুতরাং ঘটনা এরকমই ঘটে। ওয়াহশী রাযি. একটা বড় পাথরের আড়ালে ওঁৎ পেতে থাকেন। এক পর্যায়ে হযরত হামযা রাযি.-কে নাগালের মধ্যে পেয়ে যান এবং নির্মমভাবে তাঁকে হত্যা করেন। ওয়াদামতো জুবায়র ইবন মুত'ইম তাঁকে মুক্তি দিয়ে দেন। পরে যখন মক্কা বিজয় হয়, তখন তিনি পালিয়ে তায়েফ চলে যান। তাঁর ভয়... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
الاسم : وحشى بن حرب الحبشى ، أبو دسمة و يقال أبو حرب مولى جبير بن مطعم بن عدى ( و قيل مولى طعمة بن عدى ، جد الذى قبله رقم 7399 ) الطبقة : 1 : صحابى الوفاة : بـ حمص روى له : خ د ق ( البخاري - أبو داود - ابن ماجه ) رتبته عند ابن حجر : صحابى رتبته عند الذهبي : صحابى ( قال : قاتل حمزة و مسيلمة )...