হযরত আবু উমামা ইয়াস ইবনে সা‘লাবা (রাঃ)

ابو امامة اياس بن ثعلبة الانصاري الاوسي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত ইয়াস ইবন ছা'লাবা রাযি. একজন আনসারী সাহাবী। তাঁর উপনাম আবূ উমামা। কেউ কেউ তাঁর মূল নাম বলেছেন আব্দুল্লাহ ইবন ছা'লাবা, আবার কেউ বলেন ছা'লাবা ইবন আব্দুল্লাহ। তিনি বিখ্যাত সাহাবী আবূ বুরদা ইবন নিয়ার রাযি.-এর ভাগিনা। কোনও কোনও বর্ণনা দ্বারা জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধ থেকে ফিরে আসার সময় তাঁর ইন্তিকাল হয়। তিনি তাঁর জানাযা পড়ান। তবে ইবনুল আছীর রহ. 'উসদুল গাবা' গ্রন্থে বলেন, বিশুদ্ধ মত অনুযায়ী এ কথা ঠিক নয় যে, উহুদ যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রত্যাবর্তনকালে তাঁর ইন্তিকাল হয়। মুসলিম শরীফে বর্ণিত একটি রেওয়ায়েত দ্বারা এটা প্রমাণিত হয়। কেননা সে রেওয়ায়েতটি তাঁর থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবন কা'ব রহ.। হযরত ইয়াস ইবন ছা'লাবা রাযি, উহুদ যুদ্ধকালে ইন্তিকাল করে থাকলে এ রেওয়ায়েতটির সনদ বিচ্ছিন্ন হয়ে যায়। কেননা আব্দুল্লাহ ইবন কা'ব রহ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাননি। এ অবস্থায় তিনি ইয়াস ইবন ছা'লাবা রাযি.-কে কী করে পেতে পারেন, যদি উহুদ যুদ্ধকালে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أَبُو أمامة بْن ثعلبة الحارثي الأَنْصَارِيّ اسمه إياس بْن ثعلبة، من بني حارثة بْن الحارث بْن الخزرج. وقيل: اسمه ثعلبة، وقيل: سهل، ولا يصح فيه غير إياس بْن ثعلبة. له عن النبي صلى الله عليه وسلم ثلاثة أحاديث: أحدها من اقتطع مال امرئ مسلم بيمينه. والثاني البذاذة من الإيمان. والثالث أن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صلى عَلَى أمه بعد أن دفنت. وَهُوَ ابْن أخت أبي بردة بْن نيار، ولم يشهد بدرًا، وَكَانَ قد أجمع عَلَى الخروج إليها مَعَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وكانت أمه مريضة، فأمره رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بالمقام عَلَى أمه، فرجع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من بدر وقد توفيت فصلى عليها. ذَكَرَ عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْمُنِيبِ الْمَدَنِيُّ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَامَةَ، عَنْ أَبِيهِ أَبِي أُمَامَةَ بْنِ ثَعْلَبَةَ، قَالَ: لَمَّا هَمَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْخُرُوجِ إِلَى بَدْرٍ أَجْمَعَ الْخُرُوجَ... বিস্তারিত পড়ুন