আলফিয়্যাতুল হাদীস
নামাজে ভুল হওয়া এবং ভুলের জন্য সিজদায়ে সাহু করা -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৩৩
আন্তর্জাতিক নং: ১০৩৩
নামাযের অধ্যায়
২০৫. সালামের পর সিজদা সাহু করা সম্পর্কে।
১০৩৩. আহমাদ ইবনে ইবরাহীম (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে্ জাফর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি নামাযের মধ্যে সন্দীহান হবে, সে যেন সালাম ফিরাবার পর দুইটি সিজদা (সাহু) করে।
كتاب الصلاة
باب مَنْ قَالَ بَعْدَ التَّسْلِيمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُسَافِعٍ، أَنَّ مُصْعَبَ بْنَ شَيْبَةَ، أَخْبَرَهُ عَنْ عُتْبَةَ بْنِ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ شَكَّ فِي صَلاَتِهِ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ بَعْدَ مَا يُسَلِّمُ " .
তাহকীক:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৩৮
আন্তর্জাতিক নং: ১০৩৮
নামাযের অধ্যায়
২০৭. প্রথম তাশাহ্হুদ পড়তে ভুলে গেলে।
১০৩৮. আমর ইবনে উছমান (রাহঃ) ..... ছাওবান (রাযিঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নামাযের মধ্যে যে কোন ভুলের জন্য দুটি সিজদায় সাহু করতে হয়।
كتاب الصلاة
باب مَنْ نَسِيَ أَنْ يَتَشَهَّدَ وَهُوَ جَالِسٌ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، وَالرَّبِيعُ بْنُ نَافِعٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَشُجَاعُ بْنُ مَخْلَدٍ، - بِمَعْنَى الإِسْنَادِ - أَنَّ ابْنَ عَيَّاشٍ، حَدَّثَهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُبَيْدٍ الْكَلاَعِيِّ، عَنْ زُهَيْرٍ، - يَعْنِي ابْنَ سَالِمٍ الْعَنْسِيِّ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، قَالَ عَمْرٌو وَحْدَهُ عَنْ أَبِيهِ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ بَعْدَ مَا يُسَلِّمُ " . لَمْ يَذْكُرْ عَنْ أَبِيهِ . غَيْرُ عَمْرٍو .
তাহকীক:
বর্ণনাকারী:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১০২০
- নামাযের অধ্যায়
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০২০। হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন ইমাম প্রথম দুই রাকাতের পর না বসে দাঁড়িয়ে যায় তা হলে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে স্মরণ হলে যেন আবার বসে পড়ে। আর যদি স্মরণ হওয়ার পূর্বে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তা হলে যেন না বসে দাঁড়িয়ে থাকে। অতঃপর দু'টো সাহো সিজদাহ করে নেয়। -আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الصلاة
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَوِي قَائِما فليجلس وَإِنِ اسْتَوَى قَائِمًا فَلَا يَجْلِسْ وَلْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْو» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
তাহকীক: