আলফিয়্যাতুল হাদীস
মিসওয়াকের সময় -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৫৭
আন্তর্জাতিক নং: ৫৭
পাক-পবিত্রতার অধ্যায়
৩০. ঘুম হতে জাগ্রত হওয়ার পর মেসওয়াক করা সম্পর্কে।
৫৭. মুহাম্মাদ ইবনে কাছীর ..... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) দিবা-রাতে ঘুম হতে উঠার পর উযু করার পূর্বে মেস্ওয়াক করতেন।
كتاب الطهارة
باب السِّوَاكِ لِمَنْ قَامَ مِنَ اللَّيْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أُمِّ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرْقُدُ مِنْ لَيْلٍ وَلاَ نَهَارٍ فَيَسْتَيْقِظُ إِلاَّ تَسَوَّكَ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ .
সহীহ বুখারী
হাদীস নং: ১০৬৯
আন্তর্জাতিক নং: ১১৩৬
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭২৩. তাহাজ্জুদের নামায দীর্ঘায়িত করা।
১০৬৯। হাফস ইবনে উমর (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (ﷺ) রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাযের জন্য উঠতেন তখন মিসওয়াক দ্বারা তাঁর মুখ (দাঁত) পরিষ্কার করে নিতেন।
كتاب التهجّد
باب طُولِ الْقِيَامِ فِي صَلاَةِ اللَّيْلِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ.
সহীহ মুসলিম
হাদীস নং: ৪৮৩
আন্তর্জাতিক নং: ২৫৩ - ১
- পবিত্রতা অর্জনের অধ্যায়
১৫. মিসওয়াকের বিবরণ
৪৮৩। আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রাহঃ) ......... মিকদামের পিতা সূরায়হ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর-ঘরে ঢূকে সর্বপ্রথম কোন কাজটি করতেন? তিনি বললেন, সর্বপ্রথম মিসওয়াক করতেন।
كتاب الطهارة
باب السِّوَاكِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ قُلْتُ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ .