আলফিয়্যাতুল হাদীস

মাগরিবের নামজের পর নফল নামাজ -এর বিষয়সমূহ

টি হাদীস

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ৮৬৮
অধ্যায়ঃ নফল
মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ের সালাতের প্রতি অনুপ্রেরণা
৮৬৮. হযরত মুহাম্মদ ইবন আম্মার ইবন ইয়াসির (রা)-কে বর্ণিত। তিনি বলেন, হযরত আমি আম্মার ইবন ইয়াসির (রা)-কে মাগরিবের (ফরযের) পর ছয় রাক'আত সালাত আদায় করতে দেখেছি। আর তিনি (আম্মার) বলেছেনঃ আমি আমার বন্ধু রাসূলুল্লাহ (সা) কে মাগরিবের (ফরযের) পর ছয় রাক'আত সালাত আদায় করতে দেখেছি। তিনি রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি মাগরিবের (ফরযের) পরে ছয় রাক'আত সালাত আদায় করবে, তার গুনাহরাশি ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনাপুঞ্জের মত হয়। (এ হাদীসটি গবীর। তাবারানী তাঁর তিনটি গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন: সালিহ ইবন কাতান বুখারীর মুফরাদ সনদে এ হাদীস বর্ণনা করেছেন।) [হাফিয মুনযিরী (র) বলেন:] সালিহ অভিযুক্ত না দোষমুক্ত, তা আমার জানা নেই।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة بَين الْمغرب وَالْعشَاء
868 - وَعَن مُحَمَّد بن عمار بن يَاسر رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت عمار بن يَاسر يُصَلِّي بعد الْمغرب سِتّ رَكْعَات وَقَالَ رَأَيْت حَبِيبِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُصَلِّي بعد الْمغرب سِتّ رَكْعَات وَقَالَ من صلى بعد الْمغرب سِتّ رَكْعَات غفرت لَهُ ذنُوبه وَإِن كَانَت مثل زبد الْبَحْر
حَدِيث غَرِيب

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة وَقَالَ تفرد بِهِ صَالح بن قطن البُخَارِيّ
قَالَ الْحَافِظ وَصَالح هَذَا لَا يحضرني الْآن فِيهِ جرح وَلَا تَعْدِيل
tahqiq

তাহকীক: